শীর্ষে আবাহনী, তলানিতে উত্তরা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নবম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী লিমিটেড। এখন পর্যন্ত ৯ ম্যাচের ৮টিতেই জয় তুলে নিয়েছে তারা। বর্তমানে তাদের পয়েন্ট ১৬ এবং নেট রান রেট ০.৯৯২।
আবাহনীর পর দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে লিজেন্ডস অফ রুপগঞ্জ। নাঈম ইসলামের নেতৃত্বাধীন দলটিও জয় পেয়েছে ৮টি ম্যাচে। তবে রান রেটে পিছিয়ে থাকার কারণে দ্বিতীয়তে আছে তারা। বর্তমানে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট পাওয়া দলটির নেট রান রেটের পরিমাণ ০.৪১১।
এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আনামুল হক বিজয়ের প্রাইম ব্যাংক এখন পর্যন্ত জয় পেয়েছে ৯ ম্যাচের মধ্যে ৭টিতে।

০.৮৮৪ রান রেট এবং ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে অবস্থান তাদের। অপরদিকে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর দলটি রয়েছে ৬টি জয় নিয়ে চতুর্থতে। তাদের রান রেট ০.০৬৮ এবং পয়েন্ট পেয়েছে ১২টি। পঞ্চমে থাকা আফিফ হোসেনের শাইনপুকুরের পয়েন্ট ৯টি এবং রান রেট ০.৩১১। মোট ৪টি ম্যাচে জয়ের মুখ দেখেছে তারা।
৯ ম্যাচে ৪ জয় নিয়ে এরপরের স্থানে রয়েছে রকিবুল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব। বর্তমানে তাদের পয়েন্ট ৮টি এবং নেট রান রেট ০.০৩৬। টুর্নামেন্টের শেষ ছয়ে যাওয়ার আশা এখনও টিকে রয়েছে তাদের।
তবে টেবিলের তলানিতে থাকা দুই দল উত্তরা স্পোর্টিং ক্লাব এবং খেলাঘর সমাজ কল্যাণ সমিতি কার্যত ছিটকেই পড়েছে টুর্নামেন্ট থেকে। কেননা উভয় দলই ৯ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে। ৪টি পয়েন্ট পেয়েছে তারা এখন পর্যন্ত।
ডিপিএলের পয়েন্ট টেবিল (নবম রাউ???্ড শেষে)-
১। আবাহনী লিমিটেডঃ ৯ ম্যাচে ১৬ পয়েন্ট, রান রেটঃ ০.৯৯২
২। লিজেন্ডস অফ রূপগঞ্জঃ ৯ ম্যাচে ১৬ পয়েন্ট, রান রেটঃ ০.৪১১
৩। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবঃ ৯ ম্যাচে ১৪ পয়েন্ট, রান রেটঃ ০.৮৮৪
৪। প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ৯ ম্যাচে ১২ পয়েন্ট, রান রেটঃ ০.০৬৮
৫। শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ ৯ ম্যাচে ৯ পয়েন্ট, রান রেটঃ ০.৩১১
৬। মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ ৯ ম্যাচে ৮ পয়েন্ট,রান রেটঃ ০.০৩৬
৭। গাজি গ্রুপ ক্রিকেটার্সঃ ৯ ম্যাচে ৮ পয়েন্ট,রান রেটঃ -০.০৫৬
৮। শেখ জামাল ধানমন্ডি ক্লাবঃ ৯ ম্যাচে ৮ পয়েন্ট,রান রেটঃ -০.২৮৫
৯। বিকেএসপিঃ ৯ ম্যাচে ৫ পয়েন্ট,রান রেটঃ -০.৬৫
১০। ব্রাদার্স ইউনিয়নঃ ৯ ম্যাচে ৪ পয়েন্ট,রান রেটঃ -০.০৮
১১। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ ৯ ম্যাচে ৪ পয়েন্ট,রান রেটঃ -০.৪৪৩
১২। উত্তরা স্পোর্টিং ক্লাবঃ ৯ ম্যাচে ৪ পয়েন্ট, রান রেটঃ -১.০৫৯