সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখল গাজি গ্রুপ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে গাজি গ্রুপ ক্রিকেটার্স। শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছে ইমরুল কায়েসের দল। আর এরই সাথে আসরের চতুর্থ জয় তুলে নিয়ে সুপার সিক্সের আশা বাঁচিয়ে রেখেছে তারা।
এদিন গাজি গ্রুপের ছুঁড়ে দেয়া ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২৫ রান যোগ করতে সক্ষম হয়েছিলেন ব্রাদার্সের ওপেনার মিজানুর রহমান। তবে এরপর বাঁহাতি অর্থোডক্স বোলার নাসুম আহমেদের বলে সাজঘরে ফেরেন তিনি।
মিজানুর ফিরলেও জুনায়েদ সিদ্দিকির সঙ্গে জুটি বাঁধেন ফজলে রাব্বি। দুজন মিলে এই জুটিতে যোগ করেন ৮৭ রান। দলীয় ১৩৬ রানে সঞ্জিত সাহার জোড়া আঘাতে বিদায় নেন দুইজন।

পর পর দুই বলে দুজনকে প্যাভিলিয়নে ফেরত পাঠান এই স্পিনার। জুনায়েদের ব্যাট থেকে আসে ৭২ এবং রাব্বি ফেরেন ৩১ রানে। এরপরই ম্যাচের নিয়ন্ত্রন নিজেদের দিকে নিয়ে নেয় গাজি গ্রুপ।
এরপরের ওভারে বোলিংয়ে এসে ভারতীয় রিক্রুট দেবব্রত দাসকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সঞ্জিত। অপরপ্রান্তে বোলিংয়ে এসে ব্রাদার্স ইউনিয়নের মিডল অর্ডারে ধ্বস নামান নাসুম।
ইয়াসির আলী ছাড়া বাকি সব ব্যাটসম্যানই ছিলেন আসা যাওয়ার মাঝে। দলীয় ১৮৩ রানে ইয়াসির ৩০ করে নাসুমকে উইকেট ছুঁড়ে দিয়ে বিদায় নিলে ম্যাচ জয়ের আশা দেখতে থাকে গাজি।
শেষ পর্যন্ত নাসুমের দুর্দান্ত বোলিংয়ে ব্রাদার্সকে ১৯৭ রানে গুটিয়ে যায় গাজি গ্রুপ। নাসুম আহমেদ ৫টি এবং সঞ্জিত সাহা শিকার করেন ৩ উইকেট। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ২০৬ রানে অল আউট হয় গাজি গ্রুপ। পাকিস্তানী রিক্রুট কামরান গুলাম করেন সর্বোচ্চ ৮১ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
গাজি গ্রুপঃ ২০৬ অল আউট (৪৯.৪ ওভার) (কামরান ৮১, মেহেদি হাসান ৪৮), (সাজেদুল ইসলাম ৪/৫৪)
ব্রাদার্স ইউনিয়নঃ ১৯৭ অল আউট (৪৮.৫ ওভার) (জুনায়েদ ৭২) (নাসুম৫/৪৯, সঞ্জিত ৩/৪৫)