কলকাতার বিপক্ষে হারের বৃত্ত থেকে বের হবে ব্যাঙ্গালুরু?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শুক্রবার চলতি আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
দলে এবি ডি ভিলিয়ার্স, ভিরাট কোহলি, মঈন আলীদের মত তারকা থাকা সত্ত্বেও নিজেদের প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে চার ম্যাচের তিনটিতে জিতে এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে কলকাতা নাইট রাইডার্স।
তাই আজকের ম্যাচটা কলকাতার চেয়ে ব্যাঙ্গালুরুর কাছে গুরুত্বপূর্ণ বেশী। এই ম্যাচ জয় ছাড়া কোন বিকল্প খোলা নেই ভিরাট কোহলির দলের সামনে।

অন্যদিকে দিল্লীর বিপক্ষে সুপার ওভারে নিজেদের শেষ ম্যাচে হেরেছে কলকাতা। তারাও চাইবে এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে।
এই ম্যাচে ব্যাঙ্গালুরুর একাদশে আসতে পারে পরিবর্তন। নাথান কুল্টারনাইল এখনও দলের সাথে যোগ না দিলেও পেস বোলিং ইউনিটে দেখা যেতে পারে টিম সাউদিকে।
কলকাতা দলে একটি পরিবর্তন আসছে সেটা নিশ্চিত। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন সুনিল নারাইন। তাই বেঞ্চে বসতে হবে নিখিল নায়েককে।
এছাড়া আন্দ্রে রাসেল-নিতিশ রানারা আছেন ভালো ফর্মে। তাই আরসিবিকে ম্যাচ জিতলে হলে বল হাতে বাড়তি পরিশ্রম করতে হবে।
আরসিবি শিবিরে সবচেয়ে বড় দুশ্চিন্তা তাঁদের ফিল্ডিং। এখন পর্যন্ত ৪ ম্যাচে মোট ৯টি ক্যাচ ফেলেছে দলটি। তাই এই বিভাগে বাড়তি মনোযোগ দিতে চাইবেন অধিনায়ক ভিরাট কোহলি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ মার্কাস স্টয়নিস, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, মঈন আলী, শিবাম দুবে, অক্ষদীপ নাথ, টিম সাউদি, উমেশ যাদব, নবদ্বীপ সাইনি , যুবেন্দ্র চহল।
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশঃ ক্রিস লিন, সুনিল নারাইন, নিতিশ রানা, রবিন উথাপ্পা, শুভমান গিল, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, পিয়ুষ চাওলা, লকি ফার্গুসন, কুলদিপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ।