দিল্লীর উইকেটের কড়া সমালোচনায় পন্টিং

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের উইকেটের কড়া সমালোচনা করেছেন দিল্লী ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। হায়দ্রাবাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে কোটলার উইকেটটিকে এখন পর্যন্ত দিল্লীর মাঠে খেলা সবচেয়ে বাজে উইকেট ছিল বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সাবেক কোচ পন্টিং।
এবারের আসরে দিল্লিতে খেলা প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষেও মন্থর উইকেটে খেলে ১৫০ রানের ম্যাচে পরাজিত হয়েছিল দিল্লি। পরের ম্যাচে উইকেটে খানিকটা পরিবর্তন আনা হয়েছিল বিধায় ১৮৫ রানের ম্যাচ হয়েছিল দিল্লিতে। প্রতিযোগিতামূলক ম্যাচটি সুপার ওভারে গিয়ে ফলাফল পায়, শেষ হাসি হাসে দিল্লি।
হায়দ্রাবাদের বিপক্ষে মন্থর উইকেটে খেলতে চায়নি দিল্লি। ম্যাচের পূর্বে গ্রাউন্ডম্যানের দেয়া তথ্য মতে উইকেটটি গত ম্যাচগুলোর তুলনায় ভালো কথা ছিল। কিন্তু ব্যাটিংয়ে নেমে উইকেটের উল্টো আচরণ দেখে বিস্মিত হয়ে পড়েন দিল্লীর সকলে।

তাই হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে হারের পর দিল্লীর উইকেটের কড়া সমালোচনা করেছেন ক্যাপিটালস কোচ। তাঁর ভাষ্য মতে,
'এটা বলতেই হবে যে উইকেট আমাদের চমকে দিয়েছে। কারণে ম্যাচ শুরুর আগে যখন গ্রাউন্ডসম্যানদের সঙ্গে আলাপ করেছিলাম তারা বলেছিলেন গেল তিন ম্যাচের মধ্যে এই ম্যাচের উইকেট সবচেয়ে ভালো হবে। কিন্তু আমি বলছি এখন পর্যন্ত এই আসরে খেলা দিল্লীর মাঠে সবচেয়ে বাজে উইকেট ছিল এটা।
‘উইকেট থেকে বল বাউন্স খাচ্ছিল না বললেই চলে এবং অনেক স্লো ছিল। তাঁদের বোলাররা কন্ডিশনের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। এমন উইকেটের জন্য তাদের দলে অনেক প্রতিভাবান বোলার আছেন।'
এদিকে পরের ম্যাচ থেকে আরও ভালো উইকেটের আশা করছেন রিকি পন্টিং। আর উইকেট যদি এমন আচরণ করতে থাকে তাহলে দল সাজানোর ক্ষেত্রে বাড়তি চিন্তা করতে হবে বলেও জানান তিনি।
'যদি দিল্লীতে এমনই উইকেট থাকে তাহলে আমাদের দল নির্বাচনের ক্ষেত্রে বাড়তি চিন্তা করতে হবে। কারণ আজকের উইকেট আমাদের বোলারদের জন্য ছিল না।
'ঐযে আমি বললাম উইকেটের এমন আচরণ আশা করিনি। কিন্তু গ্রাউন্ডসম্যান যা বলেছিল তাঁর পুরো উল্টো হয়েছে যা আমাদের সকলকে চমকে দিয়েছে।'