মোহামেডানে আইপিএল তারকা রজত ভাটিয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগ (ডিপিএল) মাতাতে বাংলাদেশে এসেছেন ভারতের রজত ভাটিয়া। এবারের আসরে মোহামেডানের জার্সিতে ডিপিএল খেলছেন তিনি। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে আসরে প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন ভারতের এই অলরাউন্ডার।
ঢাকা প্রিমিয়ার লীগে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে রজত ভাটিয়ার। এর আগে ২০১৬ সালে আবাহনী লিমিটেডেের হয়ে খেলেছিলেন তিনি।

সেবার আবাহনীর জার্সিতে ২ ম্যাচ খেলে ১০৫ রান করার পাশাপাশি ২টি উইকেট শিকার করেছিলেন ভাটিয়া। এবারের আসরে এসেছেন মোহামেডানের হয়ে খেলতে।
শাইনপুকুরের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন শেষের দিকে। ব্যাট হাতে দ্রুত রান তুলতে গিয়ে বড় কিছু করতে পারেন নি তিনি। ৮ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরেছেন এই অলরাউন্ডার।
এবারের আসরে মোহামেডানের জার্সিতে কয়টি ম্যাচ খেলবেন এই ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায় নি। তবে দলের লোয়ার মিডেল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই তাঁকে দলে ভিড়িয়েছে মোহামেডান।
আইপিএলের পরিচিত মুখ ছিলেন রজত। দিল্লী ডেয়ারডেভিলস, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুনে সুপার জায়েন্টসের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের।
লিস্ট 'এ' ক্রিকেটে এখন পর্যন্ত ১১৫ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৩টি শতক এবং ১৮টি অর্ধশতকে তাঁর রানসংখ্যা ২৯২৯। বল হাতেও দুর্দান্ত তিনি। ৮৯টি উইকেত তুলে নিয়েছেন ঘরোয়া লিস্ট 'এ' ক্রিকেটে।