২৪ ঘন্টায় মালিঙ্গার চেন্নাইয়ে তিন-গলে সাত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৪ ঘন্টার ব্যবধানে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা খেললেন দুটি ম্যাচ। ভারতে আইপিএল এবং শ্রীলংকার ঘরোয়া লীগ সহ ২ ম্যাচ মিলিয়ে শিকার করলেন ১০ উইকেট, জেতালেন দুই দলকেই। সব মিলিয়ে গেল ২৪ ঘন্টার সবচেয়ে ব্যস্ততম এই ক্রিকেটার ৩৫ বছর বয়সেও ফের নিজের জাত চেনালেন ক্রিকেট বিশ্বকে।
বুধবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে শিকার করেছিলেন ৩ উইকেট, সেই সঙ্গে এইবারের আসরে দলের দ্বিতীয় জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। ম্যাচ শেষেই চেন্নাই থেকে উড়াল দিয়েছেন নিজ দেশে।

সেখানে গলের হয়ে লণ্ডভণ্ড করেন ক্যান্ডির ব্যাটিং লাইন আপ। তুলে নেন ৪৯ রান দিয়ে ৭ উইকেট। সব মিলিয়ে ২৪ ঘন্টারও কম সময়ে ২ ম্যাচ মিলিয়ে দুটি ভিন্ন ভেন্যুতে ডানহাতি এই পেসারের খাতায় যোগ হয়েছে ১০ উইকেট।
লঙ্কান ক্রিকেট বোর্ডের বেঁধে দেয়া শর্তমতে, বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে খেলতে হবে দেশের সুপার প্রভিন্সিয়াল ক্রিকেট টুর্নামেন্টে। সেই কারণেই আইপিএল শেষেই দেশের ঘরোয়া লীগে খেলতে চলে গিয়েছিলেন মালিঙ্গা।
ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রানে অলআউট লাসিথ মালিঙ্গার দল। এরপর বোলিংয়ে নেমেই প্রতিপক্ষ শিবিরে চালান বোলিং তান্ডব।
২৫৬ রানের জবাবে ব্যাট করতে নামা ক্যান্ডি অলআউট হয় মাত্র ৯৯ রানে। ৯.৫ ওভারের স্পেলে ৪৯ রান খরচায় ৭ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান মালিঙ্গা।
লিস্ট 'এ' ক্রিকেটে এটিই মালিঙ্গার ক্যারিয়ার সেরা বোলিং। সবমিলিয়ে চব্বিশ ঘণ্টারও কম সময়ে ১৩.৫ ওভারে ৮৩ রান খরচায় ১০ উইকেট শিকার করে বুধ-বৃহস্পতিবার সেরা ও আলোচিত তারকার নাম লাসিথ মালিঙ্গা।