রকিবুলের মোহামেডানের প্রতিপক্ষ শাইনপুকুর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শেষ সময়ে চলে এসেছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) গ্রুপ পর্বের খেলা। কিছুদিন পরেই শুরু হচ্ছে সুপার লীগ। আসরে শুরু থেকে দুর্দান্ত খেলে আসলেও শেষ দিকে খেই হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
রকিবুল হাসানের দল এখনও নিশ্চিত করতে পারেনি সুপার লীগ। আর তাই শুক্রবারের নবম রাউন্ডের ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা চিন্তা ভর করছে দলটির।

এখন পর্যন্ত আট ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে মোহামেডান। শাইনপুকুরের অবস্থানও সুখকর নয়, তবে শেষ কয়েকটি ম্যাচ জিতে সুপার লীগ নিশ্চিত করার ক্ষমতা আছে আফিফ হোসেনদের।
আট ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে আছে দলটি। তবে শেষবারের আসরে দেখা হওয়া একমাত্র ম্যাচটিতে মোহামেডানের কাছে হেরেছিল শাইনপুকুর।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তাই মোহামেডানের বিপক্ষে প্রতিশোধের স্পৃহাও কাজ করবে শাইনপুকুরের।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।