সাভারে মুখোমুখি ইয়াসির শুভরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সুপার লীগের আশা অনেকটাই শেষ শামসুর রহমান শুভর গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং মোহাম্মদ শরিফুল্লাহর ব্রাদার্স ইউনিয়নের।
কেননা এরইমাঝে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আট রাউন্ড পুরোপুরি শেষ হলেও পয়েন্ট টেবিলে সুখকর অবস্থানে নেই দল দুইটির একটিও।

আট ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তাঁদের সুপার লীগে খেলার স্বপ্ন কিছুটা থাকলেও ব্রাদার্স ইউনিয়নের তা অনেকটাই ফিকে।
আট ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকার দশম অবস্থানে আছে দলটি। এমন অবস্থায় ডিপিএলের নবম রাউন্ডে মুখোমুখি হচ্ছে দল দুইটি।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে শুক্রবার সকাল নয়টায় মাঠে নামছে তাঁরা। সুপার লীগে খেলার সম্ভাবনা এখনও হারিয়ে যায়নি গাজীর।
এছাড়া শরিফুল্লাহ-ইয়াসিরদের ব্রাদার্সকে শেষ তিনবারের দেখায় তিনবারই হারিয়েছে তাঁরা। আর তাই ব্রাদার্সকে হারিয়েই সুপার লীগে খেলার স্পৃহা খুঁজে পেতে চাইবে শুভর দল।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ শামসুর রহমান শুভ (অধিনায়ক), রনি তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মাইশুকুর রহমান, সাজ্জাদুল হক, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রসূল, সঞ্জিত সাহা।
ব্রাদার্স ইউনিয়নঃ মোহাম্মদ শরিফুল্লাহ (অধিনায়ক), ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।