আসছে আফ্রিদির আত্মজীবনী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আত্মজীবনী প্রকাশিত হচ্ছে পাকিস্তানের তারকা অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। চলতির মাসের ৩০ তারিখ 'গেইম চেঞ্জার' নামে প্রকাশিত হবে তাঁর বইটি।
বইটি অবশ্য আফ্রিদি নিজে লিখছেন না। জনপ্রিয় টিভি উপস্থাপক এবং সম্প্রচারক ওয়াজাহাত এস খান শহীদ আফ্রিদির এই বইটি লিখেছেন।

যে বইটির মধ্যে রয়েছে আফ্রিদির জীবনের নানা উত্থান-পতনের গল্প। সেই সঙ্গে তাঁর জীবনের নানা স্ক্যান্ডেল এবং বিতর্কগুলো তুলে ধরে হয়েছে এখানে।
এর আগে আফ্রিদিকে নিয়ে তৈরি হয়েছিল একটি সিনেমা। মে হু শহীদ খান আফ্রিদি নামের সিনেমাটিতে তিনি নিজে অভিনয় না করলেও ছিলেন বিশেষ চরিত্রে।
৩৯ বছর বয়সী আফ্রিদি পাকিস্তানের পাশাপাশি বিশ্বক্রিকেটের অন্যতম জনপ্রিয় মুখ। ২০১০ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর ২০১৫ বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে ৫০ ওভারের ফরম্যাট থেকে অবসর নেন তিনি।
এরপর টি-টুয়েন্টি ফরম্যাট চালিয়ে গেলেও ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। এরপর এই ফরম্যাট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লীগ মাতিয়ে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার।