promotional_ad

'সাকিবদের বাদ দেয়া সহজ নয়'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি আইপিএলে হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে খেলার সুযোগ পেলেও বাকি দুই ম্যাচে বেঞ্চে বসেই কাটিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরির কারণে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনও রয়েছেন দলের বাইরে। তাঁদের মতো ম্যাচ উইনারদের দলের বাইরে রাখা হায়দ্রাবাদের পক্ষে মোটেও সহজ কাজ নয়, জানিয়েছেন মেন্টর ভিভিএস লক্ষ্মণ।


সাকিব এক ম্যাচ খেলার সুযোগ পেলেও টিম কম্বিনেশনের কারণে ময়সেস হেনরিক্স, বিলি স্ট্যানলেকের মত বিশ্ব মানের ক্রিকেটারদের সুযোগ হয়নি একটি ম্যাচেও। আইপিএলের চার বিদেশি খেলানোর নিয়মের ফলে সবাইকে একাদশে রাখা সম্ভব নয়।



promotional_ad

একাদশে জায়গা পাওয়া হায়দ্রাবাদের চার বিদেশী ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, রাশিদ খান এবং মোহাম্মদ নবিরাও রয়েছেন দুর্দান্ত ফর্মে। সুতরাং বাকি বিদেশিদের দলে সুযোগ দেয়া এখন কষ্টসাধ্য হায়দ্রাবাদের জন্য।


সাকিবদের দলের বাইরে রাখা ভালো অনুভূতি দিচ্ছে না হায়দ্রাবাদকে জানিয়ে লক্ষ্মণ বলেন, 'অবশ্যই বিষয়টা খারাপ লাগার মত। সাকিব, উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেটার, সঙ্গে ম্যাচ উইনারও। কিন্তু আমরা মাত্র ৪ জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবো।'


দলে জায়গা না পাওয়া ক্রিকেটারদের ভালো লাগার বিষয় নয়, জানেন লক্ষ্মণ। কিন্তু ক্রিকেটারদের মনঃক্ষুণ্ণ অবস্থা দলের পরিবেশে প্রভাব ফেলবে এমন ক্রিকেটারদের দলে ভেড়ায়নি হায়দ্রাবাদ। লক্ষ্মণ মানেন, দলের ক্রিকেটাররা একাদশের বাইরে থেকেও দলের অবিচ্ছেদ্য অংশ।



'তবে আমাদের দলের স্পেশাল ব্যাপার হচ্ছে, প্রত্যেকে খেলাটি উপভোগ করছে এবং সকলেই দলের জন্য অবদান রাখছে। প্রত্যেকে খেলতে চায় এবং পারফর্ম করতে চায়। একই সাথে তাঁরা নিজেদের নিয়ে গর্বিতও। তবে আমাদের সেরা একাদশ এবং কম্বিনেশন বাছাই করতে হবে। তবে বাদ পড়া ক্রিকেটারের খারাপ লাগতে পারে, আর এটি দলের পরিবেশে প্রভাব ফেলে।


'আমাদের দল অবশ্য এমনটা নয় একেবারেই। এটি শুরু হয়েছে নিলামের টেবিল থেকেই। আমরা ক্রিকেটারের চরিত্রের উপর গুরুত্ব দিয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball