সাকিবের প্রশংসায় লক্ষ্মণ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসানকে সানরাইজার্স হায়দ্রাবাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আখ্যা দিয়েছেন দলটির মেন্টর এবং কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার ভিভি এস লক্ষ্মণ।
শুধু হায়দ্রাবাদের ক্ষেত্রেই নয়, পুরো বাংলাদেশের জন্যই সাকিবকে একজন মূল্যবান খেলোয়াড় বলে অভিহিত করেছেন তিনি। সাকিবের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের সাথে কাজ করার সুবিধার কথাও তুলে ধরেছেন লক্ষ্মণ।
সাকিবের ভূয়সী প্রশংসা করে হায়দ্রাবাদের মেন্টর বলেছেন, 'হ্যা, সে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। শুধু আমাদের জন্যই নয়, বাংলাদেশের জন্যেও অন্যতম মূল্যবান খেলোয়াড়। তাঁর সাথে কাজ করার সুবিধা আছে।'

এবারের আইপিএল আসরে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ হয়েছে সাকিবের। তবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচটিতে তেমন সুবিধা করতে পারেননি তিনি বল হাতে।
মাত্র ৩.৪ ওভার বোলিং করে ৪২ রান গুনতে হয়েছিলো সাকিবকে। আর ব্যাট হাতে মাঠেই নামা হয়নি তাঁর। এরপর রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দুটিতে সাকিবকে খেলায়নি হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট।
তবে না খেললেও সাকিব যে দলের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করেন সেটি অকপটে স্বীকার করেছেন ভিভি এস লক্ষ্মণ। আর সেই কারণেই গত আসরের মতো এবারও সাকিবকে দলে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্সরা।
উল্লেখ্য এই নিয়ে টানা দ্বিতীয় আসরে হায়দ্রাবাদের জার্সিতে খেলছেন সাকিব। এর আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দীর্ঘদিন খেলেছেন এই টাইগার অলরাউন্ডার।
এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে সর্বমোট ৬১টি ম্যাচ খেলে ২১.৬৭ গড়ে ৭৩৭ রান সংগ্রহ করেছেন সাকিব। অপরদিকে বল হাতে ৭.৪৬ ইকোনমি রেটে ৫৮ উইকেট নিয়েছেন তিনি।