promotional_ad

আইপিএলে শততম জয় তুলে নিলো মুম্বাই

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আইপিএলের ১৫তম ম্যাচে আজ মহেন্দ্রা সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই জয়ের মাধ্যমে আইপিএলের প্রথম দল হিসেবে ১০০টি জয়ের রেকর্ড গড়েছে মুম্বাই। এখন পর্যন্ত আইপিএলে সর্বোচ্চ জয়ের রেকর্ডও গড়েছে তারা।


এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে শুরুতে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন চেন্নাই দলপতি ধোনি। এরপর ব্যাটিং করতে নেমে চেন্নাইয়ের সামনে ১৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো মুম্বাই। পরবর্তীতে এই লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইয়ের বোলারদের তোপের মুখে পড়ে চেন্নাইয়ের ব্যাটসম্যানেরা।


বিশেষ করে যথেষ্ট বিধ্বংসী রূপে আবির্ভূত হয়েছিলেন লাসিথ মালিঙ্গা এবং হার্দিক পান্ডিয়া। মাত্র ৪ ওভার বোলিং করে ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন পান্ডিয়া। এছাড়াও ৪ ওভার বোলিং করে ৩৪ রানে সমান সংখ্যক উইকেট নিয়েছেন লঙ্কান রিক্রুট মালিঙ্গা। আর ২২ রানে ২ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ান পেসার জ্যাসন বেহরেনডর্ফ। 



promotional_ad

মুম্বাইয়ের বোলিং তোপের সামনে কেদার যাদব ছাড়া আর কেউই সেভাবে রান পাননি। ৮ চার এবং ১ ছয়ের সাহায্যে ৫৪ বলে ৫৮ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে সুরেশ রায়নার ব্যাট থেকে। আর মাত্র ১২ রান করতে পেরেছেন অধিনায়ক মহেন্দ্রা সিং ধোনি এবং শার্দূল ঠাকুর। 


এর আগে ম্যাচের শুরুতে টসে হেরে ব্যাটিং করতে নেমে সূর্যকুমার যাদব ৪৩ বলে ৫৯ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১৭০ রানের পুঁজি পেয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শুধু যাদবই নন, দারুণ খেলেছেন ক্রুনাল পান্ডিয়াও। মাত্র ৩২ বলে ৪২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। শেষের দিকে ৮ বলে ২৫ রানের আরেকটি ক্যামিও ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। উইন্ডিজ তারকা অলরাউন্ডার ৭ বলে ১৭ রান করেছেন। 


মুম্বাইয়ের ব্যাটসম্যানদের তান্ডবে একেবারেই সুবিধা করতে পারেননি চেন্নাইয়ের বোলাররা। ১টি করে উইকেট নিতে পেরেছেন শুধুমাত্র দীপক চাহার, মোহিত শর্মা, ইমরান তাহির, রবীন্দ্র জাদেজা এবং ডোয়াইন ব্রাভো। ব্যাট এবং বল হাতে দারুণ পারফর্মেন্সের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন মুম্বাই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।


সংক্ষিপ্ত স্কোরঃ



মুম্বাই ইন্ডিয়ান্সঃ ১৭০/৫ (২০ ওভার) (যাদব-৫৯, পান্ডিয়া-৪২; চাহার- ১/২১, জাদেজা-১/১০)  


চেন্নাই সুপার কিংসঃ ১৩৩/৮ (২০ ওভার) (কেদার-৫৮, রায়না-১৬; হার্দিক- ৩/২০, মালিঙ্গা- ৩/৩৪) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball