বিকেএসপিতে মুখোমুখি নাঈম-সোহানরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃহস্পতিবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নবম রাউন্ড। এদিনে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব এবং লিজেন্ডস অব রূপগঞ্জ।
সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। নবম রাউন্ডে খেলতে নামার আগে মানসিকভাবে দারুণ এগিয়ে নাঈম ইসলামের লিজেন্ডস অব রূপগঞ্জ।
পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে তাঁরা। এখন পর্যন্ত খেলা আট ম্যাচের সাতটিতেই জয়ের সন্ধান পেয়েছে তাঁরা।

অপরদিকে সুপার লীগ নিশ্চিত করতে আসরের বাকী ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ নুরুল হাসান সোহানের শেখ জামালের জন্য।
এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে দলটি। আট ম্যাচ খেলে চারটি জয়ের পাশাপাশি চারটি ম্যাচে হেরেছে তাঁরা।
এদিকে এই দুই দলের শেষ পাঁচবারের দেখায় এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে তাঁরা।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।