ডিপিএলে তলানিতে থাকা দুই দলের লড়াই কাল

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
৮ ম্যাচের মধ্যে মাত্র ১টি জয় নিয়ে ডিপিএলের এবারের আসর থেকে প্রায় ছিটকে পড়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। মাহিদুল ইসলাম অঙ্কনের এই দলটি বর্তমানে যথেষ্ট নাজুক অবস্থার মধ্যেই রয়েছে বলা চলে।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খেলাঘর তাই আগামীকাল অনেকটা মরিয়া হয়েই মাঠে নামবে উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

এদিকে শুধু খেলাঘরই নয়, সুবিধাজনক অবস্থানে নেই উত্তরাও। মোহাইমিনুল খানের নেতৃত্বাধীন দলটি বর্তমানে ৮ ম্যাচে ২ জয় নিয়ে খেলাঘরের এক স্থান উপরে অর্থাৎ ১১তে অবস্থান করছে। সুতরাং তাদেরও সুপার সিক্সে যাওয়ার আশা বেশ ক্ষীণ।
পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দলের লড়াইয়ে অবশ্য নজর থাকবে খেলাঘরের ১৯ বছর বয়সী ডানহাতি পেসার রবিউল হকের দিকে। কেননা এখন পর্যন্ত ৮ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তিনি। তাঁর বোলিং ইকোনমি রেট ৪.৮৬।
অপরদিকে আগামীকালের ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের ভরসার নাম হতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান তানজিদ হাসান। ১৯ বছর বয়সী এই তরুণ ৮ ম্যাচে ৪৭.৮৫ গড়ে ৩৩৫ রান সংগ্রহ করেছেন। শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা তানজিদ এখন পর্যন্ত হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।