promotional_ad

বেয়ারস্টো-ওয়ার্নার যেন ম্যানচেষ্টারের রুনি-রোনালদোঃ মরগান

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড ওয়ার্নারকে দেখে ফুটবলের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ওয়েইন রুনির কথা মনে পড়ছে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগানের।


ক্রিকইনফোর কাছে মরগান পুরো বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন নাটকীয়ভাবে। ২০০৮ সালের ইউরোতে ইংল্যান্ড পর্তুগাল ম্যাচ চলাকালীন লালকার্ড দেখে বিদায় নিয়েছেন রুনি, রেফারিকে এই আবেদনের নেপথ্যে ছিলেন রোনালদো।


এই দুই তারকাই আবার ইংলিশ প্রিমিয়ার লীগে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। এমনকি ইউরোর ঘটনার দুই সপ্তাহ পরেই সতীর্থ বনে যান তাঁরা।



promotional_ad

হায়দ্রাবাদের হয়ে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছেন অজি ক্রিকেটার ওয়ার্নার এবং ইংলিশ ক্রিকেটার বেয়ারস্টো। অথচ চলতি বছরের শেষেই অ্যাশেজে প্রতিপক্ষ তাঁরা। মরগান জানান,  


'তাঁরা দুইজন এই মুহূর্তে সতীর্থ। এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সৌন্দর্য। এমন দুইজন ক্রিকেটারের সঙ্গে একইসাথে খেলতে পারাও দারুণ ব্যাপার। ফুটবলে এমন হয়ে থাকে মাঝেমধ্যেই। 


'২০০৮ সালের ইউরোতে ওয়েন রুনির লালকার্ড হজম করার পেছনে কলকাঠি নেড়েছিলেন পর্তুগালের রোনালদো। অথচ তার দুই সপ্তাহ পরেই দুইজন একইসাথে ম্যানচেস্টারের হয়ে খেলতে নামেন।'


নিষিদ্ধের মেয়াদ শেষ হওয়া অজি ওপেনারের কাছ থেকে অনেক কিছুই শিখবেন বেয়ারস্টো, এমনটাই বিশ্বাস মরগানের।



'খেলায় এমনটা হয়। তবে আমি নিশ্চিত জনি যার সাথে (ওয়ার্নার) কাঁধে কাঁধ মিলিয়ে খেলছে, তাঁর কাছ থেকে অনেক কিছুই শিখছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball