promotional_ad

প্রথম এবং চতুর্থের লড়াই আগামীকাল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) নবম রাউন্ড। এদিন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আবাহনী লিমিটেড এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।


এই ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসের দিক থেকে যথেষ্ট এগিয়েই থাকবে মোসাদ্দেক হোসেন সৈকতের আবাহনী দলটি। কেননা এখন পর্যন্ত ৮টি ম্যাচে মধ্যে ৭টিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।  যেখানে সমান সংখ্যক ম্যাচ খেলে ৬টিতে জয় নিয়ে চতুর্থতে অবস্থান ফরহাদ রেজার দোলেশ্বরের। 


এদিকে টেবিলের শীর্ষে থাকলেও দোলেশ্বরকে খাটো করে দেখছেন না আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক। ম্যাচের আগের দিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন দোলেশ্বরের মতো দলের বিপক্ষে জয় পেতে হলে ক্রিকেটারদের ৮০ শতাংশ ঢেলে দিয়ে খেলতে হবে। নিজেদের দলেরর প্রতি আস্থা রেখে তিনি বলেছেন,  



promotional_ad

'আমাদের যেই প্রতিভা আছে, সবাই যদি ৮০ ভাগও দিতে পারে তাহলে আমরা সহজেই ম্যাচ থেকে বের হতে পারব। এখানে এক দুইটা নতুন দল ছাড়া বাকি সব দলই কিন্তু অভিজ্ঞ দল। ভালো ভালো ক্রিকেটাররা প্রত্যেক দলে আছে। এখানে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেট হবে এটাই স্বাভাবিক।‘


অপরদিকে আবাহনীর মতো শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে দোলেশ্বরের পেসার আবু জায়েদ চৌধুরী রাহি জানিয়েছেন দলটি আবাহনী বলেই ভালো খেলার প্রচেষ্টা থাকবে তাদের। আর এই ম্যাচে জয় দিয়ে নিজেদের অবস্থান আরও সুগঠিত করতে চান তিনি। রাহি বলেছেন, 


'আবাহনীর বিপক্ষে আসলে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের দল আবাহনীর সাথে সবসময় ভালো করে, এই জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি আমরা জিততে পারি, তাহলে শিরোপা পাওয়ার জন্য আমরা এগিয়ে থাকব।'


আগামীকালের ম্যাচটিতে আবাহনীর তুরুপের তাস হতে পারেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জহুরুল ইসলাম। এখন পর্যন্ত ব্যাট হাতে ৭ ম্যাচে ৭১.৮৩ গড়ে ৪৩১ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ২টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। গাজি গ্রুপের বিপক্ষে ২৯ শে মার্চ ১৩০ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন জহুরুল।



অপরদিকে দোলেশ্বর তাকিয়ে থাকবে তাদের অধিনায়ক ফরহাদ রেজার দিকে। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৪.৮০ ইকোনমি রেটে ২৪ উইকেট শিকার করেছেন তিনি। একই সাথে শীর্ষ উইকেট শিকারি বোলারের স্থানটিও দখলে নিয়েছেন দোলেশ্বর দলপতি। সুতরাং আগামীকালও তাঁর জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে দলটি। 


আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।


প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball