দুই বছরে অনেক বদলেছে বাংলাদেশঃ হেইলস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিরাপত্তা শঙ্কায় ২০১৬ সালে বাংলাদেশ সফরে আসেননি ইংল্যান্ডের ডানহাতি ওপেনার অ্যালেক্স হেইলস। তবে পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঠিকই বাংলাদেশে এসেছেন তিনি। দুই বছরে বাংলাদেশের পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে বিধায় ২০১৯ সালের বিপিএল খেলতে এসেছিলেন হেইলস।
২০১৬ সালের ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের আগে এক কালিমা অধ্যায়ের জন্ম হয়েছিল বাংলাদেশে। গুলশানের হলি আর্টিজেন রেস্তোরায় সংঘটিত হয়েছিল সন্ত্রাসী হামলা। যেখানে বেশ কয়েকজন পশ্চিমা লোকও নিহত হয়েছিলেন।

যে কারণে বাংলাদেশ সফর থেকে নিজের নাম তুলে নিয়েছিলে হেইলস। সেবার টাইগারদের বিপক্ষে খেলতে আসেননি ইংলিশ সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগানও। কিন্তু বাংলাদেশ সফরে আসা ইংলিশ ক্রিকেটারদের পক্ষ থেকে নিরাপত্তা ইস্যুতে ভালো সমর্থন পেয়েছিলেন হেইলস। যার ফলে গত বিপিএলে খেলতে সংকোচ করেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ২০১৬ সালে বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে হেইলস বলেন, 'বাংলাদেশ সফরে আসরে স্বাচ্ছন্দ্য বোধ না করার কারণেই তিনি আসেননি। তাছাড়া, এর পেছনে জনস্বার্থ ছিল। ঢাকায় সন্ত্রাসী হামলায় বেশ কয়েকজন পশ্চিমা লোকও নিহত হয়েছিলেন। তাই বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন হেইলস।
'জেনেছিলাম সেখানে ওয়েস্টার্ন লোকজন ছিল। তাই ভালো বোধ করছিলাম না। কিন্তু দুই বছর অনেক সময়। আমি এই সফরে কথা বলেছি, তারা বলেছে এটা ভালো হয়েছে এবং এরপর থেকে (সন্ত্রাসী হামলার পর) দুটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ হয়েছে। আমি রেগ ডিকাসন (ইসিবির নিরাপত্তা উপদেষ্টা) এবং প্লেয়ারদের সাথে যারা সেই টুর্নামেন্টে খেলেছে এবং ভালো অনুভব করেছি।'
বর্তমানে বাংলাদেশ অনেক নিরাপদ হেইলসের মতে। সন্ত্রাসী হামলার পর বিপিএলের দুটি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে খেলেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা। চলতি বছরের আসরে হেইলস নিজেও খেলেছেন। বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট ছিলেন রংপুর রাইডার্সের হয়ে খেলা হেইলস।