আইরিশ অধিনায়ক পরিবর্তনের শঙ্কা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-উইন্ডিজের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ডের অধিনায়ক পরিবর্তন নিয়ে চলছে গুঞ্জন। বর্তমান অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে আসন্ন সিরিজে নেতৃত্ব দেয়ার দায়িত্ব দেয়া হবে কিনা তা দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে, জানিয়েছেন আয়ারল্যান্ড কোচ গ্রাহাম ফোর্ড।
নির্বাচক কমিটির বৈঠকে দলের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নিবে। কিন্তু আইরিশ বর্তমান অধিনায়ক পোর্টারফিল্ডকেই দলপতি হিসেবে পছন্দ কোচ গ্রাহামের।

সম্প্রতি সময়ে ব্যাট হাতে হতাশাজনক পারফর্ম করার পাশাপাশি অধিনায়কত্ব দিয়েও দলকে বড় কিছু উপহার দিতে ব্যর্থ হয়েছেন পোর্টারফিল্ড। ফর্ড অবশ্য আশাবাদী দ্রুত সব সমস্যার সমাধান হয়ে যাবে। কোচের ভাষায়,
'আমার বিশ্বাস সে নিজেই শিকার করবে যে সে পারফর্ম করতে পারিনি। তবে আমি আশাবাদী সে দ্রুত ঘুরে দাঁড়াবে। সে দলে থাকলে দল আরও উজ্জীবিত থাকে এবং দলের জন্য প্রয়োজনীয় রান করে সে।
'এই মুহূর্তে আমরা চেষ্টা করছি তরুণ ক্রিকেটার খুঁজে বের করার যারা ম্যাচ উইনার হিসেবে দলের জন্য পারফর্ম করতে পারবে। উইলিয়াম দলের গুরুত্বপূর্ণ সদস্য, দীর্ঘ সময় ধরে দলের ম্যাচ উইনারের ভূমিকা পালন করে আসছে সে।'
আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এরপরই বাংলাদেশ এবং উইন্ডিজদের বিপক্ষে বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে লড়বে আইরিশরা।