promotional_ad

হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি চেন্নাই-মুম্বাই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। 


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে। পয়েন্ট টেবিলে সবার উপরে আছে মহেন্দ্র সিং ধোনির দল।


অন্যদিকে আসরের শুরুটা ভালো হয় নি মুম্বাইয়ের। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে। পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে অবস্থান করছে রোহিত শর্মার দল।



promotional_ad

তাই চেন্নাইয়ের চেয়ে মুম্বাইয়ের কাছে এই ম্যাচের গুরুত্ব অনেক বেশী। টেবিলে জায়গা শক্ত করতে এই ম্যাচে জিততেই হবে তিন বারের চ্যাম্পিয়নদের। 


তার উপর নিজেদের ঘরের মাঠে খেলা দেখে বাড়তি চাপ থাকবে মুম্বাইয়ের উপর। এই ম্যাচে মুম্বাইয়ের একাদশে আসতে পারে পরিবর্তন। একাদশে দেখা যেতে পারে অজি পেসার জ্যাসন ব্হেরেনডর্ফকে।


চেন্নাইয়ের একাদশেও একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। বেঞ্চে বসতে হতে পারে স্পিনার মিচেল স্যান্টনারকে। তাঁর জায়গায় ফিরতে পারেন হরভজন সিং। 


মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্য্যকুমার যাদব, যুবরাজ সিং, কাইরন পোলার্ড/বেন কাটিং, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্দে, মিচেল ম্যাকক্লেনাঘান, জাস্প্রিত বুমরাহ,জ্যাসন ব্হেরেনডর্ফ ।



চেন্নাই সুপার কিংস একাদশ (সম্ভাব্য): শেন ওয়াটসন, আম্বাতি রাইয়ুডু, সুরেশ রায়না, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার/হরভজন সিং, দীপক চাহার, শার্দূল ঠাকুর, ইমরান তাহির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball