সেরা ব্যাটসম্যানের তকমা বিজয়ের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) অষ্টম রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক আনামুল হক বিজয়। এখন পর্যন্ত ৮টি ম্যাচে ৬৫.৪২ গড়ে ৪৫৮ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তিনি হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। ৮৪.৩৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বিজয়ের পরের স্থানটি দখলে রেখেছেন ২০ বছর বয়সী তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা সাইফ ৮ ম্যাচে ৪৫২ রান নিয়ে বিজয়ের ঘাড়ে নিশ্বাস ফেলছেন।
তাঁর ব্যাটিং গড় ৭৫.৩৩ এবং স্ট্রাইক রেট ৭৮.৬০। ২টি সেঞ্চুরি এবং সমান সংখ্যক হাফসেঞ্চুরি রয়েছে তাঁর। এরপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে জহুরুল ইসলাম, অভিমন্যু এসওয়ারান ও ইয়াসির আলি।

আবাহনী লিমিটেডের হয়ে এবারের ডিপিএল আসরে দারুণ খেলছেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান জহুরুল। তাঁর ব্যাট থেকে এসেছে ৭ ম্যাচে ৪৩১ রান। ৭.১.৮৩ ব্যাটিং গড় এবং ৭৮.৩৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি এখন পর্যন্ত। ২টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
প্রাইম ব্যাংকের ভারতীয় রিক্রুট এসওয়ারানও ব্যাট হাতে ভালো ফর্মে আছেন। ৫টি ম্যাচ খেলে ৭৬.৪০ গড় এবং ৯৮.৭৩ স্ট্রাইক রেটে মোট ৩৮২ রান সংগ্রহ করেছেন তিনি।
২৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যানের রয়েছে ১টি সেঞ্চুরি ও ২টি হাফসেঞ্চুরি। এরই মধ্যে সেরা রান সংগ্রাহকের তালিকায় চতুর্থতে জায়গা করে নিয়েছেন এই ভারতীয়।
ব্রাদার্স ইউনিয়নের ইয়াসির আলি রয়েছেন পঞ্চম স্থানে। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে তাঁর ব্যাটিং গড় যথেষ্ট অবাক করার মতো। ১৭০.৫০ গড়ে ৩৪১ রান সংগ্রহ করেছেন তিনি।
খুব বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ না পেলেও ১০১.৪৮ স্ট্রাইক রেটে নিজেকে মারকুটে ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন তিনি। তাঁর রয়েছে ১টি সেঞ্চুরি এবং ২টি হাফসেঞ্চুরি।