আইপিএলে বেটিংয়ের দায়ে আটক ভারতীয় কোচ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে বেটিংয়ের অভিযোগে ভারতের জাতীয় নারী দলের কোচ তুষার আরোটেকে গেফতার করেছে ভাদোদরা স্থানীয় পুলিশ।
ভাদোদরার একটি ক্যাফে থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন আরও ১৮ জন। এদের প্রত্যেকেই বেটিংয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন ও বেশ কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম। তাছাড়া, তাদের কাছে থাকা একটি প্রজেক্টরও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জেএস জাদেজা জানিয়েছেন দিল্লি ক্যাপিটেলস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ চলাকালে তাদের গ্রেফতার করা হয়েছে। তুষারের সাথে আরও ১৮ জনকে গ্রেফতারের বিষয়টি তিনিই নিশ্চিত করেছেন।
আমরা তুষার আরটের সাথে আরও ১৮ জনকে গ্রেফতার করেছি একটি ক্যাফেতে হানা দিয়ে। তাদের ফোন ও যানবাহন জব্দ করা হয়েছে।
ভারতীয় নারী দলের সিনিয়র ক্রিকেটারদের সাথে দ্বন্দ্বে গত বছরের জুলাইয়ে কোচের চাকরী হারান তুষার।