promotional_ad

মুদ্রার উল্টো পিঠ দেখছেন আশরাফুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আসরে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল। অথচ সাবেক এই টাইগার অধিনায়ক গত ডিপিএলে ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে।  


কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা আশরাফুল গত আসরে ১৩টি ম্যাচে ৬৬.৫০ গড়ে ৬৬৫ রান সংগ্রহ করেছিলেন। একই সাথে ৫টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি। লিস্ট 'এ' ক্রিকেটের এক লীগে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটিও নিজের করে নিয়েছিলেন আশরাফুল। 



promotional_ad

তবে গত বছর রেকর্ডবুকে জায়গা করে নেয়া আশরাফুল এবার দেখছেন মুদ্রার উল্টো পিঠ। এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচে মাত্র ১১৩ রান করেছেন তিনি। যেখানে নেই একটিও হাফসেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ ৪৪ রানের ইনিংসটি এসেছে শেখ জামালের বিপক্ষে। ২২শে মার্চ ব্যাট হাতে এই স্কোর গড়েছিলেন মোহামেডানের আশরাফুল। 


ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিজের সব শেষ ম্যাচেও নিস্প্রভ ছিলেন সাবেক এই টাইগার দলপতি। মাত্র ৬ রান করে রান আউটের শিকার হতে হয়েছে তাঁকে। এখন পর্যন্ত আশরাফুলের বাকি সাত ম্যাচের রান যথাক্রমে ২৮, ৪, ৪৪, ১০, ০, ০ এবং ২১। 


উল্লেখ্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে ৬১টি টেস্ট এবং ১৭৭টি ওয়ানডে খেলেছেন মোহাম্মদ আশরাফুল। বিপিএলে ফিক্সিং কান্ডে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া এই ক্রিকেটারের ওয়ানডে রান ৩৪৬৮ এবং টেস্টে ২৭৩৭। এ বছরের বিপিএলে চিটাগাং ভাইকিংসের জার্সিতে খেলেছিলেন তিনি। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball