promotional_ad

শীর্ষ দশে অ্যারন ফিঞ্চ

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। আর এরই সুবাদে ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি।  


পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি হাঁকানো ফিঞ্চ এক লাফে ১২ ধাপ এগিয়ে আইসিসি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উঠে এসেছেন নবম স্থানে। ফিঞ্চ ছাড়াও অজি ব্যাটসম্যানদের মধ্যে উন্নতি হয়েছে উসমান খাওয়াজা এবং গ্ল্যান ম্যাক্সওয়েলের। 



promotional_ad

পাকিস্তান সিরিজে ২৭২ রান করা খাওয়াজা মোট ছয় ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন র‍্যাংকিংয়ে। যেখানে ২৫৮ রান সংগ্রহ করা ম্যাক্সওয়েল ১০টি ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ২৩তম স্থানে। এছাড়াও ৩টি ধাপ এগিয়েছেন শন মার্শ। সিরিজে ১৮২ রান করা মার্শ এখন রয়েছেন ৪৪তম স্থানে। 


এদিকে উন্নতি হয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদেরও। ৫৮তে থেকে সিরিজ শুরু করা হ্যারিস সোহেল উঠে এসেছেন ৩৩তম স্থানে। অপরদিকে ৪৫ ধাপ এগিয়ে ১০১তম স্থানটি দখলে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। 


বোলারদের র‍্যাংকিংয়েও বড় দাও মেরেছেন অস্ট্রেলিয়ানরা। স্পিনার অ্যাডাম জাম্পা এরই মধ্যে ৪৯ থেকে ৪৫তম স্থানে উঠে এসেছেন এবং সিরিজে ৭ উইকেট নেয়া পেসার নাথান কোল্টার নাইল ১১ ধাপ এগিয়ে ৪৯তম তে জায়গা করে নিয়েছেন। এছাড়াও ৪৭তম স্থানে থেকে সিরিজ শুরু করা ঝেই রিচার্ডসন অবস্থান করছেন ৩৮তমতে, 



পাকিস্তানের পক্ষে ইমাদ ওয়াসিম এগিয়েছেন বোলার, ব্যাটসম্যান এবং অলরাউন্ডার তিনটি তালিকাতেই। সিরিজে ১৪১ রান করা ইমাদ ১৬ ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছেন। আর বোলারদের র‍্যাংকিংয়ে ৭টি ধাপ এগিয়েছেন তিনি।


ফলে বর্তমানে ৩৭তম স্থানটি দখলে রেখেছেন এই পাকিস্তানি। অপরদিকে অলরাউন্ডারদের তালিকায় ১৬ ধাপ উন্নতি হওয়ায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়াও বোলারদের মধ্যে চার ধাপ এগিয়ে ৬২তম স্থানে ইয়াসির শাহ এবং নয় ধাপ এগিয়ে ৭০তম স্থানটি দখলে নিয়েছেন ফাহিম আশরাফ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball