promotional_ad

প্রথম জয়ের লক্ষ্যে মুখোমুখি ব্যাঙ্গালুরু-রাজস্থান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি আইপিএলে এখন পর্যন্ত জয়ের দেখা পায় নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তাঁরা। এবার প্রথম জয়ের লক্ষ্যে একে অপরের মুখোমুখি হচ্ছে রাজস্থান এবং ব্যাঙ্গালুরু।


জয়পুরে ঘরের মাঠে ব্যাঙ্গালুরুকে আতিথ্য দিচ্ছে রাজস্থান। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়ে দুই দলের সামনেই সুযোগ রয়েছে টেবিলে পয়েন্টের খাতা খোলার।


গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাঙ্গালুরুর জন্য সুখবর মার্কাস স্টয়নিস এবং নাথান কুল্টারনাইলের দলে যোগ দেয়া। দুজনকেই এই ম্যাচের একাদশে দেখার সম্ভাবনা রয়েছে।



promotional_ad

সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে কলিন ডি গ্র্যান্ডহোম এবং শিমরন হেটমায়ারকে। দুজনই প্রথম তিন ম্যাচে ব্যর্থ হয়েছেন। অজি দুই ক্রিকেটার স্কোয়াডে যোগ দেয়ার বাড়তি অনুপ্রেরণা পাবে ব্যাঙ্গালুরু। 


সেই সঙ্গে দলের বোলিং নিয়ে সমস্যাও সমাধান হবে কোহলি বাহিনীর। এছাড়া গেল ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থতার পরিচয় দেয়ায় এই ম্যাচে জ্বলে উঠতে চাইবেন কোহলি-ডি ভিলিয়ার্সরা।


অন্যদিকে রাজস্থান রয়্যালসের দলে জস বাটলার, স্টিভ স্মিথ, বেন স্টোকসদের মত বিদেশী ক্রিকেটাররা থাকলেও জয়ের মুখ দেখেনি দলটি। দলের বোলিং নিয়েও দুশ্চিন্তায় আছে রাজস্থান শিবির।


ঘরের মাঠে খেলা হওয়ার সুবিধা নিতে চাইবে দলটি। তবে স্মিথ বা বাটলার উপরের দিকে জ্বলে না উঠলে রাজস্থানের জন্য কঠিন হয়ে যাবে ম্যাচে জয় পাওয়া। 



রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশঃ অজিঙ্কা রাহানে (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন, রাহুল ত্রিপাঠি, স্টিভেন স্মিথ, বেন স্টোকস, কৃষাণাপ্পা গৌতম, শ্রেয়াস গোপাল, জোফরা আর্চার, জয়দেব উনাদকাট, ভরুন অ্যারন।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরু সম্ভাব্য একাদশঃ মঈন আলী, পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শিবাম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম/ মার্কাস স্টয়নিস, পবন নেগি, নাথান কুল্টারনাইল, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, যুবেন্দ্র চহল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball