promotional_ad

বিশ্বকাপের দল প্রস্তুত নিউজিল্যান্ডের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপের জন্য সবার আগে প্রস্তুতি সেরে ফেলেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ইতিমধ্যে বিশ্বকাপ স্কোয়াডে কোন ১৫জন ক্রিকেটার থাকছেন তাও অনেকখানি ঠিক করে ফেলেছে দেশটির ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে বুধবার ইংল্যান্ড বিশ্বকাপের জন্য দল ঘোষণা করবে কিউই ক্রিকেট বোর্ড।


স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে শোনা যাচ্ছে দুই ক্রিকেটারের নাম। লেগ স্পিনার ইশ সোধি এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ব্লান্ডেলকে স্কোয়াডে রেখেই বিশ্বকাপ মিশনে যাওয়ার চিন্তা ভাবনা করছে কিউইরা।



promotional_ad

অধিনায়ক কেন উইলিয়ামসনের চাওয়াতে লেগ স্পিনার হিসেবে টড অ্যাস্টেলকে নয়, ইশ সোধিকে দলে রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে কোন ওয়ানডে ম্যাচ না খেলেই বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাচ্ছেন ব্লান্ডেল।


উইকেটরক্ষক টম লাথামের ব্যাকআপ হিসেবে তাঁকে দলে নেয়া হচ্ছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের বিপক্ষে বাতিল হওয়া সিরিজের তৃতীয় টেস্টের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি।


ইনজুরির কারণে বিশ্বকাপ প্রায় অনিশ্চিত অ্যাডাম মিলনের। তাই টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন ম্যাট হেনরি এবং লকি ফার্গুসন। এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকছেন জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার এবং কলিন মুনরো। 



৩০শে মে ইংল্যান্ডে পর্দা উঠবে বিশ্বকাপের। পহেলা জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে কেন উইলিয়ামসনের দল। 


নিউজিল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লকি ফারগুসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball