গুরুতর ইনজুরিতে মাহমুদুল্লাহ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে গুরুতর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মাহমদুল্লাহ রিয়াদ। সম্প্রতি বিসিবির এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
মাহমদুল্লাহর ইনজুরিটি গ্রেড-থ্রি টিয়ারের। নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম টেস্টে কাঁধের চোটে পড়েছিলেন মাহমুদুল্লাহ। এরপর তাৎক্ষণিক ভাবে তার একটি এমআরআই করানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা এই রিপোর্ট হাতে পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী সোমবারই রিপোর্ট হাতে পেয়েছেন।
তবে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। বিসিবির একটি সূত্র জানিয়েছে মাহমুদুল্লাহকে ১৫ দিনের বিশ্রাম দেয়া হয়েছে। এরপর তাঁর ??ুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
'আমরা আজ মাহমুদুল্লাহর এমআরআই রিপোর্ট পেয়েছি এবং এটি গ্রেড থ্রি টিয়ার। আমরা তাকে ১৫ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছি এবং এরপর আমরা তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করব।'