ব্রাদার্সের বিপক্ষে দুশ্চিন্তায় মোহামেডান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঙ্গলবার দিন ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে মুখোমুখি হচ্ছে রকিবুল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহাম্মদ শরিফুল্লাহর ব্রাদার্স ইউনিয়ন।
সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে সকাল নয়টায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচের আগে কিছুটা চাপে আসরের ফেভারিট দল মোহামেডান।

নিজেদের শেষ ম্যাচে উত্তরা স্পোর্টিং ক্লাবের কাছে সাত উইকেটে হেরেছে দলটি। এছাড়া সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে আছে তাঁরা।
এদিকে ব্রাদার্স ইউনিয়নের অবস্থানও সুখকর নয়। সাত ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় নয় নম্বরে আছে ফজলে রাব্বি-এবাদত হোসেনদের দল।
ব্রাদার্সের বিপক্ষে শেষ পাঁচবারের মোকাবেলায় তিনবার জয় পেয়েছে মোহামেডান। তবে ব্রাদার্সের বিপক্ষে গত দুই ম্যাচের দুটিতেই হেরেছে তাঁরা। সব মিলিয়ে মঙ্গলবারের ম্যাচটির আগে বাড়তি দুশ্চিন্তা থাকছে মোহামেডানের।
মোহামেডান স্পোর্টিং ক্লাবঃ রকিবুল হাসান (অধিনায়ক), আব্দুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ্দুজামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজি, অভিশেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, মোহাম্মদ আশরাফুল, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর।
ব্রাদার্স ইউনিয়নঃ মোহাম্মদ শরিফুল্লাহ (অধিনায়ক), ফজলে রাব্বি, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন, হামিদুল ইসলাম হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি, জুনায়েদ সিদ্দিকি, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরী, মোহাম্মদ শাহজাদা।