শুভদের বিপক্ষে আত্মবিশ্বাসী উত্তরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) অষ্টম রাউন্ড। সূচি অনুযায়ী মঙ্গলবার দিনও থাকছে ডিপিএলের তিনটি ম্যাচ।
এদিনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে শামসুর রহমান শুভর গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং মোহাইমিনুল খানের উত্তরা স্পোর্টিং ক্লাব।
সকাল নয়টায় মুখোমুখি হচ্ছে দল দুইটি। তুলনামূলক শক্তিশালী দল হলেও পয়েন্ট টেবিলের অবস্থান সুখকর নয় গাজী গ্রুপ ক্রিকেটার্সের।

সাতটি ম্যাচে এখন পর্যন্ত দুইটি ম্যাচে জিতেছে তাঁরা। পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থান দশম স্থানে। অপরদিকে এবারের আসরের নবাগত দল উত্তরার জয়-হারও সমান।
নেট রান রেটে পিছিয়ে থেকে পয়েন্ট তালিকার এগারোতম স্থানে আছে তাঁরা। তবে আসরের দুই ফেভারিট শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তাঁরা।
নিজেদের শেষ ম্যাচেই মোহামেডানকে সাত উইকেটে হারিয়ে চমকে দিয়েছে তাঁরা। এই ম্যাচে তাই মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে উত্তরা।
গাজী গ্রুপ ক্রিকেটার্সঃ শামসুর রহমান শুভ (অধিনায়ক), রনি তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, মাইশুকুর রহমান, সাজ্জাদুল হক, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রসূল।
উত্তরা স্পোর্টিং ক্লাবঃ মোহাইমিনুল খান (অধিনায়ক), তানজিদ হাসান, আনিসুল ইসলাম ইমন, জনি তালুকদার, মিনহাজ খান রিফাত, নাইমুল ইসলাম, আব্দুর রশিদ, সোহেল রানা, নাহিদ হাসান, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহানগীর আলম, শেখ হুমায়ুন।