ব্রেক্সিট থামাবে কোলপাক?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাম্প্রতিক সময়ে কোলপাক চুক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে দক্ষিণ আফ্রিকা। দলটির বেশ কয়েকজন ক্রিকেটার কোলপাক চুক্তিতে জড়িয়ে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। প্রোটিয়া পেস তারকা ডেল স্টেইনের বিশ্বাস বেক্সিটই থামাতে পারে কোলপাককে।
'ব্রিটেন এক্সিট' নামটিকে সংক্ষেপে ডাকা হচ্ছে ব্রেক্সিট নামে- যা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাবার প্রক্রিয়া। ইউরোপিয় ইউনিয়নভুক্ত ২৮টি দেশের নাগরিকরা মুক্ত ভাবে যুক্তরাজ্যে আসা যাওয়া করতে পারতেন।

তবে বেক্সিট পরবর্তী সময়ে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে থাকা দেশের অভিবাসীরাও মুক্ত ভাবে যুক্তরজ্যে আসা যাওয়া করতে পারবেন এবং সমান কাজের সুযোগ পাবেন। ফলে কোলপাক চুক্তি করে ক্রিকেটারদের খেলার কোনো দরকার পরবে না।
ফলে বেক্সিটই হতে পারে কোলপাকের সমাধান। কদিন আগেই দক্ষিণ আফ্রিকা দলের সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা পারফর্মার ডুয়াইন অলিভিয়ের কোলপাকে নাম লিখিয়েছেন। স্টেইন এটাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য উদ্বেগের বিষয় মনে করছেন।
'এটা প্রত্যেকেরই ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি ব্যক্তিগত ভাবে এটা বিবেচনা করতে চাই না। আমি জানি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার জন্য এটি উদ্বেগের বিষয় এবং এটা বন্ধ করা খুব কঠিন। সম্ভবত বেক্সিট কোলপাককে থামাতে পারে, কে জানে।'
কদিন পরেই ইংল্যান্ডের মাটিতে গড়াচ্ছে বিশ্বকাপের আসর। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতার লক্ষ্য ডেল স্টেইনের। এই পেস তারকা আশা প্রকাশ করেছেন বিশ্বকাপের সময় স্বাভাবিক কন্ডিশনই থাকবে ইংল্যান্ডে।
'আমি প্রকৃতই লড়াকু মানসিকতার এবং সম্ভবত আমি যা করছি এটার জন্যই আমার জন্ম হয়েছিল। আমি অবশ্যই আমার দেশের জন্য বিশ্বকাপ জিততে চাই। আমি আশা করছি বিশ্বকাপে ইংল্যান্ডের স্বাভাবিক কন্ডিশন হবে।'