আইসিসির প্রধান নির্বাহী হলেন শাওনি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহীর দায়িত্ব নিয়েছেন মানু শাওনি। তিনি ডেভ রিচার্ডসনের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিন মাস পর দায়িত্ব নেয়ার কথা থাকলেও আইসিসি তাকে অভ্যস্ত করে তুলতে আগে ভাগেই দায়িত্ব বুঝিয়ে দিয়েছে।
আইসিসির দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতা থাকে প্রধান নির্বাহীর। আইসিসির সভাপতির পরই প্রধান নির্বাহীর অবস্থান। সারা বিশ্বের ক্রিকেটের নিয়ন্ত্রণ করে থাকেন মূলত প্রধান নির্বাহীই। অনেক সময় প্রধান নির্বাহীর মতের বাইরে যেতে পারে না কার্যনির্বাহী পরিষদও।

ফলে এই পদের তাৎপর্য অনেক। গত জানুয়ারিতে আইসিসির নির্বাহী কমিটিতে মানু শাওনির নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। কথা ছিল বিশ্বকাপের পরই দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে তাকে।
তবে নিজের দায়িত্ব এখনই ইস্তফা দিচ্ছেন না ডেভ রিচার্ডসন। তিনিও দায়িত্ব পালন করবেন আগামী জুলাই পর্যন্ত। আগামী তিন মাস দুজনে দায়িত্ব ভাগাভাগি করে কাজ করবেন।
এ ক্ষেত্রে আগামী বিশ্বকাপ পর্যন্ত ডেভ রিচার্ডসনের মূল দায়িত্ব থাকবে শুধুমাত্র বিশ্বকাপ সম্পর্কিত বিষয়াদি দেখভাল করা। বাকি দায়িত্ব পালন করবেন মানু শাওনি। দায়িত্ব বুঝে নিয়ে তিনি জানিয়েছেন এই সুযোগের জন্য উন্মুখ ছিলেন তিনি।
‘আমি এই সুযোগটা পাওয়ার জন্য খুবই উন্মুখ ছিলাম। একই সঙ্গে চাচ্ছিলাম খুব দ্রুতই আমাদের সদস্য, অংশীদার এবং কর্মীদের সঙ্গে কাজ করতে। যারা খুব দ্রুতই এই খেলাটিকে বৈশ্বিক হিসেবে রূপ দিতে চাচ্ছেন। প্রযুক্তি, নারী ক্রিকেট এবং এই খেলাটির মূল্য বাড়ানোর ক্ষেত্রটাই হচ্ছে আমাদের কাছে মূল বিষয়।’
ইএসপিন স্টার স্পোর্টসে তিনি দীর্ঘ ১৭ বছর কাটিয়েছেন। সংস্থাটির প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। তাছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের অডিট কমিটিতেও দায়িত্ব পালন করারও অভিজ্ঞতা রয়েছে তাঁর।