রোহিতের পর জরিমানার কবলে রাহানে

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রবিবার চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আসরের টানা তৃতীয় হারের স্বাদ পেয়েছে রাজস্থান রয়্যালস। ম্যাচ হারের পাশাপাশি বড় অংকের জরিমানা গুনতে হয়েছে রাজস্থান দলপতি আজিঙ্কা রাহানেকে।
স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানকে। আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়,

'আইপিএলের নীতিমালার অধীনে এবারই প্রথম মুম্বাই এমন ভুল করেছে। তাই রাজস্থান দলপতি আজিঙ্কা রাহানেকে সর্বোনিন্ম শাস্তি হিসেবে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’
এই নিয়ে চলতি আইপিএলে দ্বিতীয়বারের মত কোন অধিনায়ককে জরিমানা করল আইপিএল কর্তৃপক্ষ। কিংস কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে একই কারণে জরিমানা গুনতে হয়েছিল মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে।
এবারের আইপিএলের শুরুটা মোটেও ভালো হয় নি রাজস্থানের। দলে বড় বড় তারকা ক্রিকেটার থাকলেও নিজেদের মেলে ধরতে পারছে না দলটি।
নিজেদের প্রথম জয়ের খোঁজে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে ২০০৮ সালের চ্যাম্পয়নরা। আরসিবিও তাঁদের তিন ম্যাচের তিনটিতেই হেরেছে।