তিনে তিন চেন্নাইয়ের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থান রয়্যালসকে হারিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস। চেন্নাই আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছিল। সেই লক্ষ্য তাড়া করে রাজস্থানের ইনিংস থেমেছে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে।
চেন্নাইয়ের দেয়া ১৭৬ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৪ রানের মধ্যে শীর্ষ ৩ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে রাজস্থান। আজিঙ্কা রাহানে (০), জস বাটলার (৬) ও সঞ্জু স্যামসন (৮) দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
চতুর্থ উইকেটে ৬৬ রান যোগ করেছেন রাহুল ত্রিপাঠি ও স্টিভ স্মিথ। ত্রিপাঠি আউট হয়েছেন ৩৯ রান করে। স্মিথ ফিরেছেন ২৮ রান যোগ করে। এরপর দ্রুত কৃষ্ণাপ্পা গৌতম (৯) ফিরে গেলেও একপ্রান্তে ঝড় তুলেছিলেন বেন স্টোকস।
তিনি শেষ দিকে ২৬ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। শ্রেয়াশ গোপাল কোনো রান না করে ফিরলে আর জয়ের দেখা পাওয়া হয়নি রাজস্থানের। জফরা আর্চার অপরাজিত ছিলেন ২৪ রান করে।
চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির ও ডোয়াইন ব্রাভো।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি চেন্নাইয়ের। তারা দলীয় ১ রানেই হারায় ওপেনার আম্বাতি রাইডুর (১) উইকেট। এরপর দ্রুতই ফিরেছেন শেন ওয়াটসন (১৩)। তৃতীয় উইকেটে দলের হাল ধরের সুরেশ রায়না ও কেদার যাদব।
তবে রায়নাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি যাদব। তিনি আউট হয়েছেন ৮ রান করে। চতুর্থ উইকেটে ৬১ রান যোগ করেছেন সুরেশ রায়না ও চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনী। রায়না ৩৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে।
পঞ্চম উইকেটে ব্রাভোকে নিয়ে আরেকটি জুটি গড়েন ধোনী। এবার দুজনের ব্যাট থেকে আসে ৫৬ রান। ব্রাভো ২৭ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রেখে দলের লড়াইয়ের পুঁজি এনে দিয়ে ধোনী শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৭৫ রান করে।
শেষ দিকে নামা জাদেজা অপরাজিত ছিলেন ৮ রান করে। রাজস্থানের হয়ে ২টি উইকেট নিয়েছেন জফরা আর্চার। ১টি করে উইকেট গেছে ধাওয়াল কুলকারনি, বেন স্টোকস ও জয়দেব উনাদকাট।
সংক্ষিপ্ত স্কোরঃ
চেন্নাই সুপার কিংসঃ ১৭৫/৫ (২০ ওভার)
(ধোনী ৭৫*, রায়না ৩৬; আর্চার ২/১৭)
রাজস্থান রয়্যালসঃ ১৬৭/৮ (২০ ওভার)
(স্টোকস ৪৬, ত্রিপাঠি ৩৯; চাহার ২/১৯)