পান্টকে ঘিরে ফিক্সিং বিতর্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও ফিক্সিংয়ের ছায়া। দিল্লি ক্যাপিটেলসের উইকেটরক্ষক ঋষভ পান্টকে ঘিরে বিতর্ক দানা বাঁধছে। মূলত স্ট্যাম্প মাইকে ধরা পরা পান্টের একটি মন্তব্যকে ঘিরেই সব রহস্য।
ইতিমধ্যে সেই সময়ের একটু ফুটেজ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল দিল্লি ক্যাপিটেলস। ম্যাচের চতুর্থ ওভারের চতুর্থ বলের সময় ব্যাট হাতে নেমেছিলেন নাইট রাইডার্সের ব্যাটসম্যান রবিন উথাপ্পা।

সেই সময় বোলারকে উদ্দেশ্য করে পান্ট বলতে থাকেন 'এই বলে এমনিতেও চার হবে।' এরপর লামিচানের করা বলে সত্যিই চার হাঁকান উথাপ্পা। ফলে সবার সন্দেহের তীর ছোটে পান্টের দিকে।
কলকাতার দেয়া ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান সংগ্রহ করে দিল্লি। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ম্যাচ জিতে দিল্লি। ফলে ম্যাচটিকে 'ফিক্সড' বলতেও ছাড়ছেন না অনেকে।
অসম্পূর্ণ এই ক্লিপ নিয়ে পান্টের উপর অভিযোগ আনায় চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন অসম্পূর্ণ এই ক্লিপের মাধ্যমে কোনো ক্রিকেটারের উপর অভিযোগ আনা বাঞ্ছনীয় নয়।
‘সোশ্যাল মিডিয়ায় একটি অসম্পূর্ণ ভিডিও ক্লিপিংসের পরিপ্রেক্ষিতে কোনও ক্রিকেটারের উপর এমন অভিযোগ আনা বাঞ্ছনীয় নয়। এটা ভীষণ দুর্ভাগ্যজনক।’