ফতুল্লায় বিকেএসপির প্রতিপক্ষ রুপগঞ্জ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) অষ্টম রাউন্ড। নারায়ণগঞ্জের ফতুল্লায় এদিনে মুখোমুখি হচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং বিকেএসপি।
সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচের আগের দারুণ অবস্থানে আছে নাঈম ইসলামের লিজেন্ডস অব রূপগঞ্জ। সাত ম্যাচে ছয় জয় নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থানে আছে তাঁরা।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আবাহনী এবং প্রাইম ব্যাংকও পেয়েছে ছয়টি জয়। নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে আছে তাঁরা।
এদিকে আট বছর পর ডিপিএল খেলতে আসা বিকেএসপির অবস্থান তেমন ভালো নয়। সাতটি ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র দুটিতে জিতেছে দলটি।
পয়েন্ট টেবিলে আট নম্বরে আছে তারুণ্যনির্ভর এই দলটি। ম্যাচটিতে তাই পরিষ্কারভাবেই এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আরেকটি জয়ের প্রত্যাশা করতেই পারেন নাঈম ইসলামরা।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।