খেলাঘরের প্রতিপক্ষ শীর্ষে থাকা আবাহনী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এপ্রিলের শুরুর দিনেই অষ্টম রাউন্ড শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল)। আর এদিনে মাঠে নামছে দিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড।
সাভারের বিকেএসপিতে আবাহনীর প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

মাহিদুল ইসলাম অঙ্কনের দল অবশ্য পয়েন্ট তালিকার একদম নিচে। সাত ম্যাচ খেলে এখন পর্যন্ত একটি ম্যাচে জিতেছে তাঁরা। অপরদিকে জাতীয় দলের প্রতিচ্ছবি আবাহনী আছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে।
এখন পর্যন্ত খেলা সাত ম্যাচে মাশরাফিরা জিতেছে ছয়টিতে, হেরেছে মাত্র একটিতে। তাই পয়েন্ট তালিকা দেখেই বোঝা যাচ্ছে এই ম্যাচে ফেভারিট হয়ে নামবে আবাহনী।
এছাড়া শেষ চারবারের মোকাবেলায় চারবারই খেলাঘরকে হেসেখেলে হারিয়েছে আবাহনী। এর মধ্যে তিনবার খেলাঘর আবাহনীর বিপরীতে করতে পেরেছে ১৭০ রানের কম।
আবাহনী লিমিটেডঃ মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।