promotional_ad

বড় অংকের জরিমানা গুনলেন রোহিত শর্মা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে আসরের দ্বিতীয় হারের স্বাদ পেয়েছে তিন বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। এদিন অবশ্য ম্যাচ হারের পাশাপাশি বড় অংকের জরিমানাও গুনতে হয়েছে দলের অধিনায়ক রোহিত শর্মাকে।


স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে ডানহাতি এই ব্যাটসম্যানকে।  আনুষ্ঠানিক এক প্রেস বিজ্ঞপ্তিতে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, 



promotional_ad

'আইপিএলের নীতিমালার অধীনে এবারই প্রথম মুম্বাই এমন ভুল করেছে। তাই মুম্বাই দলপতি রোহিত শর্মাকে সর্বোনিন্ম শাস্তি হিসেবে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’


আইপিএলের বেঁধে দেয়া সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যেই দুই ইনিংসের ৪০ ওভার শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু দ্বিতীয় ইনিংসে বাড়তি সময় নিয়েছে মুম্বাই।


সাড়ে সাতটায় ম্যাচ শেষ হওয়ার কথা থাকলেও তা গিয়ে শেষ হয়েছে সাতটা আটত্রিশ মিটিতে গিয়েছে ৭.৩৮ মিনিট। যদিও মুম্বাইয়ের দেয়া লক্ষ্য মাত্র ১৮.২ ওভারই তাড়া করে ফেলে পাঞ্জাব।



অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে ৮ মিনিট এবং ৮ বল পিছিয়ে ছিলো মুম্বাই। যার দায়ভার গিয়ে পড়েছে অধিনায়ক রোহিত শর্মার ঘাড়ে।


যদিও ম্যাচ শেষ হতে বাকি ছিল আরও ১০ বল। সেই ১০ বল যদি মুম্বাইকে করতে হত তাহলে অন্তত আরও ১৫মিনিট বেশি সময় লাগতো ইনিংস শেষ হতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball