সুপার ওভারে দিল্লীর নাটকীয় জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিজেদের মাঠে সুপার ওভারে দারুণ এক জয় তুলে নিয়েছে দিল্লী ক্যাপিটালস। একইসঙ্গে এবারের আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হার দেখল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতার ছুঁড়ে দেওয়া ১৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮৫ রানে থেমেছে দিল্লী। সুপার ওভারে আগে ব্যাট করা দিল্লী করেছে এক উইকেটে ১০ রান। জবাবে কাগিসো রাবাদার দুর্দান্ত বোলিংয়ে এক উইকেট হারিয়ে ৭ রান করেছে কলকাতা।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৭ রানের মধ্যে ওপেনার শিখর ধাওয়ানের (১৬) উইকেট হারায় দিল্লী ক্যাপিটালস। এরপরে ৮৯ রানের কার্যকরী একটি জুটি গড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং পৃথ্বী শ।
৩২ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৩ রান করে আন্দ্রে রাসেলের শিকার হয়ে ফিরেছেন তিনি। এরপরে চারে নামা রিশভ পান্ত ফিরেছেন ১১ রান করে।

একপ্রান্ত আগলে রেখে প্রায় শেষপর্যন্ত ছিলেন পৃথ্বী শ। ৫৫ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ৯৯ রান করে ফিরে গিয়েছেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য ছয় ??ান প্রয়োজন ছিল দিল্লীর।
কুলদিপ যাদবের অসাধারণ সেই ওভারে ছয় রান নিতে পারেনি কলকাতা। বরঞ্চ শেষের ওভারেই ফিরেছেন হানুমা বিহারি এবং কলিন ইনগ্রাম।
এর আগে টসে হেরে আগে ব্যাট করা কলকাতা ৬১ রানের মধ্যেই হারিয়েছে পাঁচ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরেন অধিনায়ক দিনেশ কার্তিক এবং আন্দ্রে রাসেল।
দুজনে মিলে গড়েন ৯৫ রানের জুটি। এদিনে ২৮ বলে ৬২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন কলকাতার ইনফর্ম অলরাউন্ডার রাসেল। ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছক্কার মার।
এছাড়া দিনেশ কার্তিকের ব্যাটে আসে ৩৬ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় ৫০ রান। শেষ পর্যন্ত আট উইকেটে ১৮৫ রানে থেমেছে কলকাতা। দিল্লীর হয়ে দুটি উইকেট নিয়েছেন হার্সাল প্যাটেল।
সংক্ষিপ্ত স্কোরঃ-
কলকাতা নাইট রাইডার্সঃ- ১৮৫/৮ (২০ ওভার)
(রাসেল ৬২, কার্তিক ৫০; প্যাটেল ২/৪০)
দিল্লী ক্যাপিটালসঃ- ১৮৫/৬ (২০ ওভার)
(শ ৯৯, আইয়ার ৪৩; কুলদিপ ২/৪১)