অবসর ভেঙ্গে ফিরবেন কুক?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংলিশ কাউন্টি ক্রিকেট দল এসেক্সের অধিনায়ক রায়ান টেন ডেসকাট বিশ্বাস করেন ইংল্যান্ড ক্রিক??ট দলে আবারও ফেরার সম্ভাবনা রয়েছে স্যার অ্যালিস্টার কুকের। ক্রিকেটের প্রতি আবেগ এবং ভালোবাসা থেকেই ফেরার ব্যাপারটি বিবেচনা করতে পারেন কুক, ধারণা ডেসকাটের।
ক্যামব্রিজ ইউনিভার্সিটির বিপক্ষে এই সপ্তাহে ১৫০ রানের অপরাজিত একটি ইনিংস খেলেছিলেন এসেক্সের হয়ে খেলা কুক। টেস্ট ক্রিকেটে প্রায় সাড়ে ১২ হাজার রান করা কুকের এহেন ব্যাটিং দেখে তাঁর ফেরার ব্যাপারে আশান্বিত এই এসেক্স দলপতি। এই প্রসঙ্গে ডেসকাট বলেছেন,

‘অবশ্যই, (কুকের জাতীয় দলে ফেরার) সম্ভাবনা আছে। তার সঙ্গে কথা বলে এবং মানসিক অবস্থার কথা বিবেচনা করে বলতে পারি যে এটা বলা হয়তো খানিক ঝুঁকির। তবে আমি জানি সে ইংল্যান্ড ক্রিকেটকে কতোটা ভালোবাসে এবং এর জন্য কতটা পরিশ্রম দিতে রাজি।’
ক্রিকেটের জন্য কুকের অবদান অমূল্য বলে মনে করেন ডেসকাট। শুধু তাই নয়, খেলাটির প্রতি কুকের আবেগ এবং জ্ঞানেরও তুলনা নেই বিশ্বাস এসেক্স দলপতির। ইংল্যান্ড দলে কুকের না ফেরার কোনও কারণ দেখছেন না তিনি। ডেসকাটের ভাষায়,
'আমি তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। সে যদি মনে করে এবং ভালো খেলতে থাকে তাহলে হয়তো ফেরার ইচ্ছা জাগতেও পারে। আর আমি মনে করি তার জাতীয় দলে না ফেরার কোনো কারণ নেই। চাইলেই ফিরতে পারবে।'
কুকের ভূয়সী প্রশংসা করে এই ডাচ ক্রিকেটার আরও বলেছেন, 'অবশ্যই সে অসাধারণ একজন ক্রিকেটার। সে ক্রিকেট থেকে যা নিয়ে গিয়েছে তা অনেক গুরুত্বপূর্ণ। তাঁর নৈতিক কার্যকলাপ, দারুণ আবেগ খেলাটির প্রতি ও জ্ঞান বিতরণের ক্ষেত্রে যতটা স্বদিচ্ছা তাঁর রয়েছে তা আসলেই আমাদের জন্য অমূল্য।'
উল্লেখ্য গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্যার অ্যালিস্টার কুক। ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে ১৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ১৬১ ম্যাচে ১২৪৭২ রান করার কল্যাণে ইংল্যান্ডের রানীর কাছ থেকে নাইটহুড উপাধি পেয়েছেন কুক।