আর্থারের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের প্রধান কোচ হিসেবে মিকি আর্থারের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক তারকা পেসার শোয়েব আখতার। তাঁর বিশ্বাস জাতীয় দলকে পরিচালচনা করার জন্য প্রোটিয়া এই কোচ একেবারেই অক্ষম।
সাম্প্রতিককালে বেশ নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে নাস্তানাবুদ হয়ে আসার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও একই পরিণতি বরণ করে নিতে হয়েছে তাদের।

এরই মধ্যে অজিদের কাছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪-০ তে খুইয়েছে স্বাগতিকরা। এহেন পারফর্মেন্সের পর চুপ থাকতে পারেননি দেশটির সাবেক স্পীড স্টার শোয়েব। কোচের যোগ্যতা প্রশ্নে বোমা ফাটিয়েছেন তিনি,
'সত্যি কথা বলতে মিকি আর্থারের কোচের সামর্থ্যই নেই। এটি আমি থেকেই বলে আসছি সরফরাজ আহমেদকে এ ব্যাপারে অভিযোগ তুলতে। উমর খান কিংবা মোহাম্মদ মুসাকে দলে নেয়া কিংবা বাদ দেয়ার প্রস্তাব রাখা- এভাবেই অধিনায়কত্ব করানো হয়েছে এবং ইমরান খানের মতো অধিনায়করা এসব বিষয়ে লড়াই করেছিলো দলের জন্য', বলেছেন শোয়েব আখতার।
আদর্শ অধিনায়ক হিসেবে ইমরান খানের উদাহরণ টেনেছেন শোয়েব। তাঁর মতে অধিনায়ক থাকাকালীন সময় নির্বাচক কমিটিকে দল নির্বাচনে হস্তক্ষেপ করতে না দেয়ার কারণে কাঙ্ক্ষিত সাফল্য পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী ইমরান। শোয়েব বলেছেন,
'ইমরান খান কি কখনো নির্বাচক কমিটিকে তাঁর দল গঠনে হস্তক্ষেপ করতে দিয়েছিলো? এর ফলাফল আপনারা নিজেই দেখতে পেরেছেন।'