জয়ের ধারায় ফিরতে মুম্বাইয়ের মুখোমুখি পাঞ্জাব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আজকের দিনের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স এবং রবিচন্দ্র অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব। চন্ডিগড়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
এই ম্যাচের আগে দুই দলই সমান একটি করে জয় পেয়েছে। তবে রান রেটের দিক থেকে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের পঞ্চমে অবস্থান করছে পাঞ্জাব। আর এক ধাপ পিছিয়ে থেকে ষষ্ঠ অবস্থানে আছে রোহিতের মুম্বাই।
নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১৪ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিলো পাঞ্জাব। কিন্তু সেই ম্যাচে সবকিছু ছাপিয়ে আলোচনায় উঠে এসেছিলো জস বাটলারকে করা অশ্বিনের মানকড় আউটটি।

আর এই কান্ডের মূল হোতা ছিলেন পাঞ্জাব অধিনায়ক অশ্বিন। এরপর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২৮ রানে পরাজিত হয় পাঞ্জাব। সুতরাং আজ আবারও জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে তারা।
অপরদিকে দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৭ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছিলো রোহিত শর্মার মুম্বাই। তবে এর ঠিক পরের ম্যাচেই শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ রানে হারিয়ে প্রথম জয় তুলে নেয় তারা।
অবশ্য সেই ম্যাচটিও জন্ম দিয়েছিলো সমালোচনার। কেননা মুম্বাইয়ে বিপক্ষে জয়ের জন্য শেষ বলে যখন ব্যাঙ্গালুরুর প্রয়োজন ছিল ৭ রান, তখনই নো বল করেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। কিন্তু দায়িত্বরত আম্পায়ার বলটিতে নো ডাকেননি। ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ভিরাট কোহলির দল।
এবারের আইপিএলে বিদেশি তারকা ক্রিকেটারদের মধ্যে পাঞ্জাব দলটিতে রয়েছেন ক্রিস গেইল, স্যাম কারান, ময়েসেস হেনরিকস, ডেভিড মিলারদের মতো তারকা ক্রিকেটাররা। আর মুম্বাই ইন্ডিয়ান্সে থাকছেন এভিন লুইস, লাসিথ মালিঙ্গা, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনেগানদের মতো তারকারা। অ্যাডাম মিলনে পরিবর্তে সর্বশেষ ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফকে দলে নিয়েছে তারা।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ, ক্রুনাল পাণ্ডিয়া, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকাণ্ডে, রাহুল চাহার, অনুকুল রায়, সিদ্ধেশ লাদ, আদিত্য তারে, এভিন লুইস, কাইরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাক্লেনেগান, আলজারি জোসেফ, জেসন বেহরেনডর্ফ, কুইন্টন ডি কক, লাসিথ মালিঙ্গা, আনমোলপ্রিত সিং, বারিন্দার স্রান, পঙ্কজ জাসওয়াল, রশিখ দার, যুবরাজ সিং।
কিংস ইলেভেন পাঞ্জাব স্কোয়াডঃ
ক্রিস গেইল, ডেভিড মিলার, করুণ নায়ার, মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), অঙ্কিত রাজপুত, অ্যান্ড্রু টাই, মুজিব উর রহমান, মানদিপ সিং, মুরুগান অশ্বিন, হরপ্রীত ব্রার, অগ্নিবেশ আয়াচি, প্রবিসম্রান সিং, দর্শন নালাকাঁড়ে, আরশদীপ সিং, হার্ডাস বিলজোয়েন, স্যাম কারান, বরুণ চক্রবর্তী, সরফরাজ খান, মোহাম্মদ সামি, নিকোলাস পুরান, ময়েসেস হেনরিকস।