promotional_ad

রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল হায়দ্রাবাদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে আইপিএলের এবারের প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছেড়েছে হায়দ্রাবাদ।


বড় লক্ষ্যে খেলতে নেমে উড়ন্ত সূচনা পায় হায়দ্রাবাদ। ওপেনিংয়ে ১১০ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। ৩৭ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে স্টোকসের বলে কুলকারনির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ওয়ার্নার।


এরপর বেশিক্ষণ টিকতে পারেননি বেয়ারস্টো। ৪৫ রানে তিনি শ্রেয়াশ গোপালের শিকার হয়েছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন কেন উইলিয়ামসন। তিনি ফিরেছেন ১৪ রান করে উনাদকাটের বলে ত্রিপাঠির হাতে ক্যাচ দিয়ে।


বিজয় শঙ্কর ১৫ বলে ৩৫ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হয়েছেন। এরপর দ্রুত মনিষ পান্ডেকে ফিরিয়ে রাজস্থানকে ম্যাচে ফেরান গোপাল। তবে শেষ দিকে ইউসুফ পাঠানের অপরাজিত ১৬ ও রশিদ খানের ১৫ রানে ভর করে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দ্রাবাদ।



promotional_ad

এই ম্যাচের শুরুতে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে রাজস্থান রয়্যালস। শুরুটা ভালো ছিলনা দলটির। ২০ বলের উদ্বোধনী জুটিতে আসে মাত্র ১৫ রান।


মাত্র ৫ রান করে রশিদ খানের শিকার হয়ে মাঠ ছাড়েন জস বাটলার। দ্বিতীয় উইকেটে আজিঙ্কা রাহানে আর সঞ্জু স্যামসন গড়েন ১১৯ রানের জুটি। ৪৯ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭০ রান করে সাজঘরে ফেরেন রাহানে।


রাহানেকে সাজঘরে পাঠিয়েছেন শাহবাজ নাদিম। সঙ্গী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে দলকে বড় পুঁজি এনে দিয়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন স্যামসন।  ৫৪ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ব্যাটসম্যান।


৫৫ বলে ১০ চার আর ৪ ছক্কায় ১০২ রানের হার না মানা ইনিংস খেলেছেন তিনি। আর শেষদিকে নেমে ৯ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত ১৬ রান করেন বেন স্টোকস। আর তাতেই দুইশ ছুঁইছুঁই পুঁজি পায় রাজস্থান।


সংক্ষিপ্ত স্কোরঃ



রাজস্থান রয়্যালসঃ ১৯৮/২ (২০ ওভার)


(স্যামসন ১০২*, রাহানে ৭০; রশিদ ১/২৪)


সানরাইজার্স হায়দ্রাবাদঃ ২০১/৫ (১৯ ওভার)


(ওয়ার্নার ৬৯, বেয়ারস্টো ৪৫; গোপাল ৩/২৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball