ফতুল্লায় মুখোমুখি শাইনপুকুর-বিকেএসপি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে মুখোমুখি হচ্ছে আফিফ হোসেনের শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।
এখন পর্যন্ত ডিপিএলে মাত্র ২টি করে ম্যাচ জিতেছে শাইনপুকুর এবং বিকেএসপি। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে শাইনপুকুর এবং দশম স্থানে অবস্থান বিকেএসপির।
এই ম্যাচে জয় পেলে দুই দলের সামনেই সুযোগ রয়েছে টেবিলে পয়েন্ট বাড়িয়ে নেয়ার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় পেলে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে আসার সুযোগ রয়েছে দুই দলেরই।

যেকারণে ম্যাচটির গুরুত্ব দুই দলের কাছেই সমান। তবে শক্তিমাত্তার দিক দিয়ে বিকেএসপির চেয়ে এগিয়ে থাকবে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
ডিপিএলের শুরুতে টানা ৪ ম্যাচ হেরে আসরের সূচনাটা ভালো হয়নি শাইনপুকুরের। কিন্তু নিজেদের শেষ দুই ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দলটি। তাই
এই ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফিফ হোসেনের দল।
অন্যদিকে আসরের চার ম্যাচ হারলেও উত্তরা স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মত দলের বিপক্ষে জয় তুলে নিয়েছে বিকেএসপি। ব্রাদার্সের বিপক্ষে জয় তাঁদেরকে এই ম্যাচেও বাড়তি আত্মবিশ্বাস দিবে।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবঃ আফিফ হোসেন (অধিনায়ক), সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রাকিব, সাব্বির হোসেন, মুস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনিক, শুভাগত হোম, তৌহিদ হৃদয়, সুজন হাওলাদার, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, টিপু সুলতান।
বিকেএসপিঃ আব্দুল কাইয়ুম তুহিন (অধিনায়ক), শামিম পাটোয়ারি, আকবর আলি (উইকেটরক্ষক), রাতুল খান, ফাহাদ আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, হাসান মুরাদ, নওশাদ ইকবাল, সাদমান রহমান, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মুজিবুল হোসেন, আবু নাসের, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়।