চূড়ায় মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশিবার ছয় উইকেট পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ছয় উইকেট নিয়ে এমন রেকর্ড গড়েছেন মাশরাফি।
আবাহনী লিমিটেডের হয়ে এদিনে ৪৬ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন মাশরাফি। সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে চারবার ছয় উইকেট নিয়েছেন তিনি।
এই তালিকায় দুইয়ে থাকা রুবেল হোসেন নিয়েছেন তিন বার। দুইবার এমন কৃতিত্ব গড়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

ডিপিএলে গত আসরেও অগ্রণী ব্যাংকের বিপক্ষে ছয় উইকেট নিয়েছিলেন মাশরাফি। সেই ম্যাচে টানা চার বলে চার উইকেট পেয়েছিলেন তিনি।
তাঁরও আগে ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের পোশাকে ছয় উইকেট নিয়েছিলেন মাশরাফি। প্রতিপক্ষ ছিল লিজেন্ডস অফ রূপগঞ্জ।
সর্বপ্রথম ২০০৬ সালে আন্তর্জাতিক ওয়ানডেতে কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে ছয় উইকেট নিয়েছিলেন মাশরাফি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে বেশিবার ছয় বা তার বেশি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ডে মাশরাফির ওপরে কেবল পাকিস্তানের ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনিস আছেন। এই কীর্তি তিনি গড়েছেন ছয় বার।
আপাতত মাশরাফির পাশে আছেন শ্রীলঙ্কান স্পিনার অজন্তা মেন্ডিস। মোট চারবার ছয় উইকেট নিয়েছেন তিনিও।