মুম্বাই-ব্যাঙ্গালুরুর ম্যাচের শেষ বলে মালিঙ্গার নো বল বিতর্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তবে মুম্বাই ম্যাচ জিতলেও বিতর্কের জন্ম দিয়েছেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা।
জয়ের জন্য শেষ বলে আরসিবির প্রয়োজন ছিল ৭ রানের। সে সময় শেষ বলে মালিঙ্গা নো বল করলেও আম্পায়ারের নজরে আসেনি সেটি। সেই বলে মাত্র ১ রান নিতে সক্ষম হয় ভিরাট কোহলির দল।

পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় মালিঙ্গার পা দাগের বাইরে ছিল। কিন্তু শেষ পর্যন্ত আম্পায়াররা বলটিকে নো বল না দিলে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুম্বাই। ম্যাচ শেষে নো বল বিতর্ক নিয়ে কোহলি বলেন,
'এতো বড় টুর্নামেন্টে আম্পায়ারদের এমন খামখেয়ালি মেনে নেয়া যায় না। আম্পায়দের আরও সতর্ক হওয়া উচিৎ ছিল। একটা নো বল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতো।
'যদি সামান্য কিছুতে ম্যাচের ফলাফল বদলাতে পারে সেটাই হতো। আম্পায়ারদের আরও বেশি সতর্ক হতে হবে। তাদেরকে আরও মনোযোগী এবং চতুরতার সাথে সিদ্ধান্ত নিতে হবে।'
বৃহস্পতিবার প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ব্যাঙ্গালুরু এবং মুম্বাই। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৮৭ রানের পুঁজি পায় মুম্বাই। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮১ রান তুলতে সক্ষম হয় ভিরাট কোহলির দল।