খেলাঘরের বিপক্ষে পরিসংখ্যান ভাবাচ্ছে সোহানদের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) একেবারেই ছন্নছাড়া অবস্থান খেলাঘর সমাজ কল্যাণ সমিতির। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে তাঁরা জয় পেয়েছে মাত্র একটিতে।
পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থান এগারোতম। খুব বেশি সুবিধাজনক অবস্থানে নেই শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও। ছয়টি ম্যাচে তিনটি জয় পেয়েছে তাঁরা।

পয়েন্ট টেবিলে তাঁদের অবস্থান ছয় নম্বরে। শুক্রবার ডিপিএলের সপ্তম রাউন্ড শুরু। এদিনে নারায়ণগঞ্জের ফতুল্লায় মুখোমুখি হবে শেখ জামাল এবং খেলাঘর।
সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। শেষ তিনবারের মোকাবেলায় তিনবারই খেলাঘরের কাছে হেরেছে শেখ জামাল। চলতি আসরে খেলাঘরের বাজে ফর্মের সুবিধা কতটুকু নিতে পারে নুরুল হাসান সোহানরা, সেটাই দেখার বিষয়।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাবঃ নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদিন হাসান অনি, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, খালেদ আহমেদ, মিনহাজুল আবেদি??? আফ্রিদি, মোহাম্মদ হাসানুজ্জামান, মেহরাব হোসেন যোশি, জিয়াউর রহমান, তানবির হায়দার।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিঃ মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিকুর রহমান, মোসাদ্দেক ইফতেখার, রবিউল হক, রিশাদ হোসেন, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মোহাম্মদ মাসুম খান, রাফসান আল মাহমুদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, আব্দুল হালিম, ইরফান হোসেন, রবিউল ইসলাম রাব্বি, তানভির ইসলাম।