হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি ফরহাদ-নাঈমরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) এখন পর্যন্ত ছয়টি করে ম্যাচ খেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। দুই দলই জিতেছে পাঁচটি করে ম্যাচ।
তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় নাঈম ইসলামের রুপগঞ্জের তুলনায় এগিয়ে আছে ফরহাদ রেজার প্রাইম দোলেশ্বর।

প্রাইম দোলেশ্বরের অবস্থান তৃতীয়তে, রুপগঞ্জের আছে ঠিক তার পরেই। এবার ডিপিএলের সপ্তম রাউন্ডে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুইটি।
শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সকাল নয়টায় মুখোমুখি হবে তাঁরা। এর আগে দুই দলের পাঁচ ম্যাচে রুপগঞ্জ জিতেছিল তিনটিতে। মানসিক স্বস্তি পরিসংখ্যানেই খুঁজে নিতে পারে নাঈম-মমিনুলরা।
লিজেন্ডস অব রূপগঞ্জঃ নাঈম ইসলাম (অধিনায়ক), নাঈম শেখ, আসিফ হাসান, মমিনুল হক, জাকের আলি, মোহাম্মদ শহিদ, শাহরিয়ার নাফিস, নাবিল সামাদ, আসিফ আহমেদ, আজমির আহমেদ, শুভাশিস রয় চৌধুরি, মুক্তার আলি, মিনহাজুর রহমান, সালাউদ্দিন পাপ্পু, মেহেদী মারুফ।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবঃ ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র, মানিক খান, আসলাম হোসেন।