promotional_ad

শক্তিশালী আবাহনীর মুখোমুখি ভঙ্গুর গাজি গ্রুপ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


 


ঢাকা প্রিমিয়ার লীগের ৩৭তম ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড এবং গাজি গ্রুপ ক্রিকেটার্স। সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 


তবে এই ম্যাচের আগে ফেভারিট হিসেবে এগিয়ে থাকছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন আবাহনী। কেননা বর্তমানে ৬ ম্যাচের ৫টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তার ওপর দলটির ক্রিকেটাররাও আছেন দারুণ ফর্মে। 


গত ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে বিজয়ী হয়েছিলো আবাহনী। সুতরাং আত্মবিশ্বাসের দিক থেকেও যথেষ্ট অগ্রগামী দলটি। কিন্তু মুদ্রার উল্টো পিঠ গাজি গ্রুপের ক্ষেত্রে। এখন পর্যন্ত মাত্র ৬ ম্যাচে মাত্র ২টি জয়ের মুখ দেখেছে তারা। নবমে অবস্থান করা দলটি নিজেদের সর্বশেষ ম্যাচেও পরাজিত হয়েছিলো।



promotional_ad

২৫শে মার্চ শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে খেলতে নেমে ৪৩ রানের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয়েছিলো ইমরুল কায়েসের নেতৃত্বাধীন গাজি গ্রুপকে। ফলে সবমিলিয়ে আবাহনীর থেকে বেশ পিছিয়েই থাকবে তারা আগামীকালের ম্যাচে।


এদিকে আগামীকালের ম্যাচে নজর থাকবে আবাহনীর মিডল অর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলামের ওপর। ৫ ম্যাচে ৬৯ গড়ে ২৭৬ রান সংগ্রহ করেছেন তিনি। যার মধ্যে হাঁকিয়েছেন ১টি সেঞ্চুরি এবং ১টি হাফসেঞ্চুরি। গাজি গ্রুপের বিপক্ষেও জ্বলে উঠতে চাইবেন তিনি নিঃসন্দেহে। 


অপরদিকে গাজি গ্রুপ ভরসা রাখবে ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বির ওপর। ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষ বোলারদের মধ্যে তৃতীয়তে অবস্থান করছেন তিনি। গত ১৫ই মার্চ খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে মাত্র ২৪ রানে ৫ উইকেট শিকার করেছিলেন এই পেসার। আগামীকাল জয়ের জন্য তাঁর দিকে চেয়ে থাকবে গাজি গ্রুপ।  


আবাহনী লিমিটেডঃ 


মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, জাহিদ জাভেদ, আবদুল্লাহ আল মামুন, তাপস ঘোষ, শাকিল হোসেন, নাজমুল ইসলাম, আরিফুল হাসান, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, দেলোয়ার হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত।



গাজী গ্রুপ ক্রিকেটার্স স্কোয়াডঃ


রনি তালুকদার, শামসুর রহমান শুভ, খন্দকার মোশাররফ হোসেন, মোহাম্মদ কামরুল ইসলাম রাব্বি, আল আমিন হোসেন, মোহাম্মদ রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদি হাসান রানা, তাসামুল হক, ওয়ালিউল করিম রনি, ইমরুল কায়েস (অধিনায়ক), মেহেদি হাসান, আবু হায়দার রনি, পারভেজ রাসুল।


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball