'গেইল আমার চেয়েও বড় হিটার'

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি আইপিএলে পর পর দুই ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে দলের জয়ে বড় অবদান রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবুও নিজেকে বিধ্বংসী ব্যাটসম্যান মনে করেন না তিনি। রাসেলের চোখে ক্রিস গেইল তাঁর চেয়ে বড় হিটার।
আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ১৯ বলে ৪ চার এবং ৪ ছয়ে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রাসেল। পক্ষান্তরে গেইল রাজস্থানের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে ৮ চার এবং ৪ ছয়ে ৪৭ বলে ৭৯ রান তুলেছিলেন।

পাঞ্জাবের বিপক্ষে রাসেল খেলেছিলেন ১৭ বলে ৩ চার, ৫ ছয়ে ৪৮ রানের ইনিংস। ২১৯ রানের বিশাল লক্ষ্য তাঁরা করতে নেমে শুরুটা বিধ্বংসী রুপেই করেছিলেন গেইল। তবে
‘গেইল আমার ভাইয়ের মতো। ব্যাটিংয়ে আমি তাঁর থেকেও বেশি ছক্কা মেরেছি। এই ম্যাচে আমি বেশি ছক্কা হাঁকালেও আমার থেকে বড় হিটার গেইল,' পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ শেষে বলেছিলেন রাসেল।
এদিকে টানা দুই ম্যাচে ম্যাচ সেরা হয়ে দুটি গাড়ি পুরষ্কার পাওয়ার পর মজা করে রাসেল জানিয়েছেন, এবার মনে হচ্ছে তাঁর গাড়ির গ্যারেজটা বড় করতে হবে। তাঁর ভাষায়,
‘যা অবস্থা দেখছি এবার মনে হয় গাড়ির গ্যারাজটা বড় করতে হবে। প্রথম দুই ম্যাচেই দুটি গাড়ি।'