প্রথম জয়ের খোঁজে মুখোমুখি ব্যাঙ্গালুরু-মুম্বাই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তাই প্রথম জয়ের খোঁজে ব্যাঙ্গালুরুর মাঠে আজ মুখোমুখি হচ্ছে এই দুই দল। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৩৭ রানে হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটে হেরেছিল বিরাট কোহলির দল।
এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে মুম্বাই ও ব্যাঙ্গালুরু ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে মুম্বাই। আর ৯ ম্যাচে জয় পেয়েছে ব্যাঙ্গালুরু।
বৃহস্পতিবারের ম্যাচটি দুই দলের কাছেই অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ টেবিলের সবার নিচে অবস্থান করছে দল দুটি। তাই ম্যাচ জিতে পয়েন্টের খাতা খোলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল।

মুম্বাইয়ের জন্য স্বস্তির কারণ হলো গত ম্যাচে ইনজুরিতে পড়া পেসার জাসপ্রিত বুমরাহ দলে ফিরছেন আজ। সেই সঙ্গে তাঁদের দলে যোগ দিয়েছেন উইন্ডিজ পেসার আলজারি জোসেফ।
এছাড়া সূর্যকুমার যাদব, রোহিত শর্মাদের পাশাপাশি কাইরন পোলার্ড-এভিন লুইসরা আছেন ব্যাটিংয়ের শক্তি বাড়ানোর জন্য। অন্যদিকে ব্যাটিংয়ের দিক দিয়ে বাড়তি শক্তিশালী ব্যাঙ্গালুরু। দলে ভিরাট কোহলি-এবি ডি ভিলিয়ার্সদের ছাড়াও মঈন আলি-কলিন ডি গ্র্যান্ডহোমরা আছেন।
আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তিন নম্বরে দেখা যেতে পারে উইন্ডিজ হার্ড হিটার শিমরন হেটমায়ারকে। বোলিংয়ে যুবেন্দ্র চহল-উমেশ যাদবদের পাশাপাশি টিম সাউদিকে আজকের ম্যাচে মুম্বাই একাদশে দেখা যেতে পারে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু সম্ভাব্য একাদশঃ
বিরাট কোহলি (অধিনায়ক),পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), মঈন আলী, এবি ডি ভিলিয়ার্স, শিমরন হেটমায়ার, শিবাম দুবে, কলিন ডি গ্র্যান্ডহোম, নভদীপ সাইনি, যুবেন্দ্র চাহাল, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।
মুম্বাই ইন্ডিয়ানস সম্ভাব্য একাদশঃ
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, যুবরাজ সিং, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া , বেন কাটিং, মিচেল ম্যাক্লেনেগান, রশিখ সালাম, জাসপ্রিত বুমরাহ।