বিশ্বকাপে স্ত্রী-সন্তানদের পাশে পাবেন কোহলিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে স্ত্রী-সন্তানদের পাশে পাবেন ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা। তবে পুরো বিশ্বকাপের জন্য নয়, সর্বোচ্চ ২০-৩০দিনের জন্য পরিবারকে সাথে রাখতে পারবেন তাঁরা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) বিষয়টি নিশ্চিত করেছে। জুনের ৫ তারিখ ইংল্যান্ড বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপরই পরিবারের সদস্যরা খেলোয়াড়দের সঙ্গে যোগ দিতে পারবেন।

রাউন্ড রবিন লীগ চলাকালীন সময় ক্রিকেটারদের সঙ্গেই থাকতে পারবে তাঁদের পরিবার। তবে বিশ্বকাপের ফাইনালে ভারত জায়গা করে নিতে নিলে তাঁদের পরিবারকে দেশে ফিরে আসতে হবে।
বিশ্বকাপের মত আসরে ক্রিকেটারদের চাপমুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে (সিওএ)। গেল বছর ভারতীয় ক্রিকেটাররা লম্বা বিদেশ সফরে তাঁদের পরিবারকে সঙ্গে রাখার জন্য আবেদন করেছিলেন।
যদিও সেবার তাঁদের আবেদনে সাড়া দেয় নি সিওএ। সেই আবেদনের পর এবার বিশ্বকাপের জন্য আবারও পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে আবেদন করেন ভারতীয় ক্রিকেটাররা।
চলতি আইপিএল শেষ হওয়ার ১০দিন পরই ২২শে মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে ভারতীয় ক্রিকেট দল। দেশ ছাড়ার অন্তত ২ সপ্তাহ পর পরিবারের সদস্যরা সেখানে যাওয়ার অনুমতি পাবেন।